Bangladesh News: সর্বনাশ! রাত থেকেই বাংলাদেশে শুরু হয়ে গেল অপারেশন ডেভিল হান্ট! কী এই অপারেশন? ইউনূস সরকারের বড় প্ল্যান
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: শনিবার রাত থেকে সারা বাংলাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক।
advertisement
1/7

গত কয়েকদিনে বাংলাদেশ ফের জ্বলে উঠেছে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর ভাঙচুর, স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার গাজীপুরে প্রাক্তন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে।
advertisement
2/7
এমন পরিস্থিতিতে শনিবার রাত থেকে সারা বাংলাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখে পুরো আদালত এলাকা।
advertisement
3/7
তবে, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সমর্থকদের গ্রেফতার করতে চাইছে বলে অভিযোগ অনেকের। বিগত কয়েকদিন ধরে যে তাণ্ডব বাংলাদেশে চলছে, তার নেপথ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এমনই অভিযোগ।
advertisement
4/7
৫ ফেব্রুয়ারি রাতে যখন ৩২ নং ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা হয়, তার কিছু আগেই ছাত্র নেতা হাসনাত ফেবসুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, 'ফ্যাসিবাদীদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ'। এরপরই যে হিংসা ছড়িয়ে পড়েছে, তা নিয়ন্ত্রণ করতে ইউনুস সরকার ব্যর্থ।
advertisement
5/7
এমনকী বিএনপি এই পরিস্থিতির জন্যে সরকারের দিকে আঙুল তুলেছে এবং হিংসার নিন্দা জানিয়েছে। আর এখন গাজিপুরের ঘটনার মোড় ঘুরিয়ে নিজেদের ভাবমূর্তি উদ্ধারে নেমেছে হাসনাত-সারজিসরা।
advertisement
6/7
গাজিপুরে শুক্রবার গভীর রাতে মারধরের শিকার হন ১৫–১৬ জন। তাঁদের প্রায় সবাই শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আহত শিক্ষার্থীরা শুক্রবার রাতে প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন। সেখানে তাঁদের মারধর করা হয়। এরপরই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় 'অপারেশন ডেভিল হান্টের'। এবার কী শুরু হয় বাংলাদেশে, তা নিয়েও চিন্তায় অনেকে।
advertisement
7/7
মহম্মদ ইউনুসের তরফ থেকে ইতিমধ্যে একটি বিবৃতি জারি করে সাধারণ মানুষকে ভাঙচুর থেকে বিরত থাকতে বারণ করা হয়। এমনকী নাম নিয়ে শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তিতে হামলা করা থেকে বিরত থাকতে বলেন ইউনুস। তবে তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এবার শুরু হল 'অপারেশন ডেভিল হান্ট'।