Bangladesh News: দেখলেই গুলি করার নির্দেশ...বাংলাদেশে ফাঁস অডিও! এবার ভাল রকম ফাঁসল শেখ হাসিনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রপুঞ্জের অনুমান সরকারি চাকরির সংরক্ষণ সংক্রান্ত সেই বিক্ষোভে ১৪০০-রও বেশি মানুষ মারা গিয়েছিলেন৷ ২০২৪ এর জুলাই ও অগাস্ট মাস জুড়ে চলেছিল সেই ছাত্র নিধন যুদ্ধ৷
advertisement
1/8

এবার আরও জোরাল ফাঁসল শেখ হাসিনা৷ বাংলাদেশ নিয়ে নতুন খবর এল সামনে৷ নতুন একটি অডিও সামনে এসেছে৷ ভিডিওর সত্যতা যাচাই করেছে বিবিসি৷ গত বছর ছাত্র বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশ৷ সেই সময়কার একটি অডিও-ই সামনে এল এবার৷
advertisement
2/8
অভিযোগ, অডিওটি ২০২৪ সালের ১৮ জুলাইয়ের৷ সেই সময় ঢাকার গণভবনেই ছিলেন হাসিনা৷
advertisement
3/8
রেকর্ডিংটিতে হাসিনাকে একজন ঊর্ধ্বতন আধিকারিককে বলতে শোনা যাচ্ছে, ‘‘যেখানেই ওদের (বিক্ষোভকারীদের) দেখবে সেখানেই গুলি করবে।’’ তাহলে কি সত্যিই ছাত্র বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হসিনা?
advertisement
4/8
সংবাদ সংস্থা বিবিসি কর্তৃক পর্যালোচনা করা নথি অনুসারে , শেখ হাসিনার ওই নির্দেশের কয়েক ঘণ্টা পরে, ঢাকা জুড়ে সামরিক-গ্রেডের অস্ত্র ব্যবহার করে বিক্ষোভ দমনে নামে বাংলাদেশের আধিকারিকেরা৷ (নিউ১৮ বাংলা অডিওটির সত্যতা যাচাই করেনি)
advertisement
5/8
রাষ্ট্রপুঞ্জের অনুমান সরকারি চাকরির সংরক্ষণ সংক্রান্ত সেই বিক্ষোভে ১৪০০-রও বেশি মানুষ মারা গিয়েছিলেন৷ ২০২৪ এর জুলাই ও অগাস্ট মাস জুড়ে চলেছিল সেই ছাত্র নিধন যুদ্ধ৷
advertisement
6/8
জুলাই আন্দোলনের পরেই ভেঙে পড়ে শেখ হাসিনার সরকার৷ ৫ অগাস্ট দেশ ছাড়েন তিনি৷ বর্তমানে ভারতে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের বর্তমান সরকার ভারতের কাছ তাঁকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন৷
advertisement
7/8
জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় অবমাননার মামলা দায়ের হয় হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে। সেই মামলায় গত বুধবার শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
advertisement
8/8
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সে দেশের পক্ষে সওয়াল করা আইনজীবী মানবাধিকার বিষয়ক ব্রিটেনের আইনজীবী টবি ক্যাডম্যান জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় এই অডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হবে৷ অপরপক্ষে আওয়ামি লিগের এক নেতা র দাবি, এই অডিও দিয়ে কিছুই প্রমাণিত হয়না৷