Bangladesh Boat Accident : ভয়াবহ নৌকাডুবি বাংলাদেশে! কমপক্ষে ২১ জনের মৃত্যু, চলছে উদ্ধার কাজ...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh Boat Accident : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়।
advertisement
1/6

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। জানা গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ২১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে বলে খবর। নৌকায় ১০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে প্রাথিমিকভাবে জানা গিয়েছে।
advertisement
2/6
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকার ঘাট থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাচ্ছিল। তিতাস নদের বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইছকা বিলে বালিবাহী একটি ট্রলারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
advertisement
3/6
সেই সময় যাত্রীবাহী নৌকাটির পিছনে আরও একটি বালিবাহী ট্রলার ছিল। সেটিও নৌকাটিতে সজোরে ধাক্কা মারে। আর তাতেই উলটে যায় যাত্রীবাহী নৌকাটি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। প্রথমে স্থানীয় লোকজনই উদ্ধারকাজে হাত লাগান। তারপর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।
advertisement
4/6
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়। জেলা প্রশাসক জানান, নিহতদের পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ধাক্কা দিয়েই দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ট্রলারটি।
advertisement
5/6
অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে, নৌকাডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
advertisement
6/6
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।