ইদে প্রথা বজায় রাখলেন পরীমনি, ৫টি গরুর কোরবানি বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গত কয়েক বছরের মতো এবারও বিএফডিসিতে সহশিল্পীদের জন্য পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
advertisement
1/5

আজ, শনিবার ইদ-উল-আদাহ ৷ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আদাহ বা বখরি ইদ ৷ এই উৎসবের আরেক নাম কোরবানি ইদও ৷ আজকের দিনে কিছু না কিছু ঈশ্বরকে উৎসর্গ বা কোরবান করতে হয় ৷ File Photo
advertisement
2/5
ইদ-উল-আদাহর ত্যাগের উৎসবে সামিল গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷ যদিও এ বছর করোনার জন্য কোথাও সেভাবে জমায়েত করা সম্ভব হচ্ছে না ৷ অনেক সতর্কতার সঙ্গেই ইদ পালন করা হচ্ছে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
advertisement
3/5
গত কয়েক বছরের মতো এবারও বিএফডিসিতে সহশিল্পীদের জন্য পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। File Photo
advertisement
4/5
২০১৬-তে প্রথমবার বিএফডিসিতে কোরবানি শুরু করেন পরীমনি ৷ তারপর থেকেই প্রতি বছরই তা চালিয়ে যাচ্ছেন তিনি ৷ প্রতি বছর কোরবানির জন্য গরুর সংখ্যাও বাড়িয়েছেন পরীমনি ৷ গত বছর ছিল চারটি গরু ৷ এ বছর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে পাঁচে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
advertisement
5/5
কোরবানি প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়ার কাজটা প্রতি বছর এভাবেই বজায় রাখতে পারি ৷’’ File Photo