TRENDING:

Bangladesh News: ইলিশ নয় কাতলাতেই বাজিমাত! দামে কাঁপল বাজার, নিলামে চক্ষু চড়ক গাছ...

Last Updated:
Bangla News | Huge Katla Fish : এরপরেই নিলাম শুরু হয় কাতলা মাছটির। একের পর এক দর হাঁকতে থাকেন ইচ্ছুক ক্রেতারা।
advertisement
1/7
ইলিশ নয় কাতলাতেই বাজিমাত! দামে কাঁপল বাজার, নিলামে চক্ষু চড়ক গাছ...
স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, শুক্রবার রাতে পাবনার মৎস্যজীবী গুরুদেব হালদার এবং আরও কয়েক জন পদ্মায় মাছ ধরতে যান। শনিবার সকালে গুরুদেবের জালে একটি বড় আকারের (Bangla News Huge Katla Fish) কাতলা ওঠে।
advertisement
2/7
স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, শুক্রবার রাতে পাবনার মৎস্যজীবী গুরুদেব হালদার এবং আরও কয়েক জন পদ্মায় মাছ ধরতে যান। শনিবার সকালে গুরুদেবের জালে একটি বড় আকারের (Bangladesh News) কাতলা ওঠে (Huge Katla Fish) । সংগৃহিত ছবি।
advertisement
3/7
মাছটি দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মাছের বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করা হয় মাছটিকে। এরপরেই নিলাম শুরু হয় কাতলা মাছটির। একের পর এক দর হাঁকতে থাকেন ইচ্ছুক ক্রেতারা। অবশেষে ২৫ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে মাছটি।
advertisement
4/7
দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলামে ওঠে মাছটি (Bangla News Huge Katla Fish) । তারপরেই মাছ কিনতে হুড়োহুড়ি পড়ে যায় বাজারে। স্থানীয় এক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার 8০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার 8০০ টাকায় মাছটি কিনে নেন।
advertisement
5/7
স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, শুক্রবার রাতে পাবনার কাজীরহাটের মৎস্যজীবী গুরুদেব হালদার সহ বেশ কয়েকজন মৎস্যজীবী পদ্মা নদীতে মাছ  (Bangla News Huge Katla Fish) ধরতে বের হন । শনিবার ভোররাতে তাঁদের জালে ওই বৃহৎ আকারের কাতলা মাছ ধরা পড়ে। তারপর এই মাছটিকে দৌলতিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলামে তোলা হয়।
advertisement
6/7
সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন মাছ আড়তের মালিক চান্দু। তিনি আশা করছেন প্রতি কেজি কমপক্ষে দেড় হাজার টাকায় বিক্রি করতে পারবেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ওই মাছ কিনতে আসছেন বলে দাবি চান্দুর। ইতিমধ্যেই মাছ কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে খদ্দের আসতে শুরু করেছে বলেই জানিয়েছেন মাছের আড়ৎদার চন্দু।
advertisement
7/7
কথায় বলে, মাছে ভাতে বাঙালি বিশালাকার কাতলা নিয়ে মানুষের তুমুল হুড়োহুড়ি বুঝিয়ে দেয় মাছপ্রেমী বাঙালি ভালো মাছের হদিস পেলে কী না করতে পারেন। বাংলাদেশের দৌতলদিয়া বাজারের শনিবারের হইচই সেই ছবিই তুলে ধরেছে আরও একবার।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: ইলিশ নয় কাতলাতেই বাজিমাত! দামে কাঁপল বাজার, নিলামে চক্ষু চড়ক গাছ...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল