TRENDING:

এই মুসলিম দেশের সমুদ্রের তলায় শায়িত রয়েছেন বিষ্ণুদেব ?

Last Updated:
advertisement
1/5
এই মুসলিম দেশের সমুদ্রের তলায় শায়িত রয়েছেন বিষ্ণুদেব ?
•• গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে অত্যাশ্চর্য বিষয় ৷ এমনই অনেক বিষয় রয়েছে ৷ যা আজও অনেকেরই অজানা ৷ লোকচক্ষুর আড়ালে৷ কথিত আছে, হিন্দুধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা ৷
advertisement
2/5
••এগুলির মধ্যে বেশ কিছু রয়েছে একেবারেই অবিশ্বাস্য ৷ সমুদ্রের তলায় বিষ্ণুদেবের মন্দিরের কথা হয়তো অনেকেরই অজানা ৷
advertisement
3/5
•• ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে অবস্থিত এই বিষ্ণু মন্দির ৷ প্রায় ৫হাজার বছরের পুরোনো এই মন্দিরটি ৷ স্কুবা ডাইভিংয়ের জন্য অন্যতম হল বালির সমুদ্র ৷ পেমুটেরান সমুদ্রতীরের নীচে অবস্থিত আন্ডার ওয়াটার টেম্পল-বালি ৷
advertisement
4/5
•• স্কুবা ডাইভারদের জন্য এই মন্দিরটি একটি অন্যতম দর্শনীয় স্থান ৷ স্কুবা ডাইভাররা যারা সমুদ্রের তলায় যান, তারা কেউই এই মন্দিরে পুজো না দিয়ে ফেরেন না ৷ এই মন্দিরে সবসময়ই বিষ্ণু ঠাকুরের মূর্তি দেখতে পাওয়া যায় ৷ একেবারেই নিশ্চিন্তে শায়িত অবস্থায় রয়েছে মূর্তিটি ৷ লোকমুখে প্রচলিত রয়েছে, এই দেবতার কাছে যা প্রার্থনা করা হয় ৷ তা সহজেই মেলে৷
advertisement
5/5
•• কথিত আছে, পূর্ব এশিয়াতে এই ধরণের অত্যাশ্চর্য হিন্দু এবং বুদ্ধ মন্দির আরও বহু রয়েছে৷ তার মধ্যে এটি একটি অন্যতম৷ এছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, কোরিয়া, জাপান এবং চিনেও এই ধরণের মূর্তি আরও দেখতে পাওয়া যায়৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
এই মুসলিম দেশের সমুদ্রের তলায় শায়িত রয়েছেন বিষ্ণুদেব ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল