13 WEIRD TAXES: দাড়ি থেকে মূত্র ত্যাগ, সবেতেই কর! জানেন কি, বিশ্বের ১৩টি অদ্ভুত Tax-এর কথা?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বিশ্বে কর ব্যবস্থা অনেক পুরনো। রাজা-সম্রাটদের সময় থেকেই মানুষের উপরে কর আরোপ করা হয়। কিন্তু বিশ্বে এক সময় আএমন সমস্ত অদ্ভুত ট্যাক্স নেওয়া হত, যা ভাবলে অবাক হয়ে যাবেন। এই প্রতিবেদনে বিশ্বের তেমনই ১৩টি অদ্ভুত কর সম্পর্কে কথা বলব আমরা।
advertisement
1/14

বিশ্বে কর ব্যবস্থা অনেক পুরনো। রাজা-সম্রাটদের সময় থেকেই মানুষের উপরে কর আরোপ করা হয়। কিন্তু বিশ্বে এক সময় আএমন সমস্ত অদ্ভুত ট্যাক্স নেওয়া হত, যা ভাবলে অবাক হয়ে যাবেন। এই প্রতিবেদনে বিশ্বের তেমনই ১৩টি অদ্ভুত কর সম্পর্কে কথা বলব আমরা। (ছবি: ক্যানভা ও নিউজ 18)
advertisement
2/14
স্তন কর- ScoopWhoop ওয়েবসাইটের একটি প্রতিবেদন অনুসারে বলা যায়, ১৯ শতকের কেরলের ত্রাভাঙ্কুরে, নিম্নবর্ণের মহিলাদের তাদের স্তন ঢেকে রাখার জন্য স্তন কর দিতে হত। সেখানকার রাজা নারীদের স্তন ঢেকে থাকতে বাধ্য করেছিলেন। সেই সময় এই করের বিরুদ্ধে সরব হন নাখালি নামের এক মহিলা৷ নিজের একটি স্তন কেটে তিনি তুলে দেন রাজার হাতে। অতিরিক্ত রক্তরক্ষণে তিনি মারাও যান। তবে এই কাহিনির সত্যতা যাচাই করা যায় না। (ছবি: নিউজ 18)
advertisement
3/14
জানালার উপরে ট্যাক্স- ইংল্যান্ডে একটা সময় ছিল যখন মানুষকে জানলা ট্যাক্স দিতে হত। যাঁর ঘরে যত বেশি জানলা, তাঁর জন্য তত বেশি কর। অনেকে টাকা বাঁচানোর জন্য একটি জানালাও তৈরি করেননি, যার কারণে তাদের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এই কর ১৮৫১ সালে বিলুপ্ত করা হয়। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
4/14
ইটের উপর কর - ১৭০০ এর দশকে, ইংল্যান্ডে ব্যবহৃত ইটের সংখ্যার উপরও একটি কর আরোপ করা হয়েছিল। এই কারণে, যাঁরা ইট তৈরি করতেন তাঁরা বড় ইট তৈরি করতেন৷ যাতে যে কোনও নির্মাণে কম ইট ব্যবহার করতে হয়। এই কর ১৮৫০ সালের মধ্যে বিলোপ করা হয়। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
5/14
দাড়ির উপর কর- ১৭০৫ সালে রাশিয়ার রাজা পিটার দ্য গ্রেট সিদ্ধান্ত নেন যে, তিনি দাড়ির উপরেও কর বসাবেন। তাঁর রাজত্বকালে প্রত্যেক পুরুষকে নিয়মিত দাড়ি কামাতে হতো৷ তা না করলে দাড়ি বাড়তে থাকলে, তার উপরে বাড়তি কর দিতে হত তাঁকে। এই করের পিছনে যুক্তি হিসাবে বলা হয়েছিল, রাশিয়ার জনগণকে ইউরোপের মানুষের মতো আধুনিক হতে হবে৷ সাধারণ ভাবে বললে, মানুষ দাড়ি কামাবে না, তাই তাঁদের উপরে চাপ দিতেই ওই কর আরোপ করেছিলেন ওই সম্রাট। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
6/14
চিমনি ট্যাক্স- ১৬৬০ সালে, ইংল্যান্ডেও চিমনি ট্যাক্স আরোপ করা হয়েছিল। এই কর এড়াতে লোকেরা তাদের বাড়ির চিমনিগুলি ঢেকে দিতে শুরু করে। এই কর ১৬৮৯ সালে বিলুপ্ত করা হয়েছিল। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
7/14
প্রস্রাবের উপর কর- প্রাচীন রোমে প্রস্রাবের কর আরোপ করা হয়েছিল। মানুষ তা দিয়ে কাপড় ধুত। এর কারণ, এর মধ্যে থাকা অ্যামোনিয়া একটি পরিষ্কার করার এজেন্ট হিসাবে বিবেচনা করা হত। রোমের পাবলিক টয়লেট থেকে প্রস্রাব বিতরণও করা হত। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
8/14
রান্নার তেল- প্রাচীন মিশরে রান্নার তেলের উপরে কর আরোপ করা হয়। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
9/14
চিনের জনগণের উপর কর - কানাডায় চিনা নাগরিকদের উপরে বিশেষ কর আরোপ করা হয়েছিল। কানাডায় আসা চিনা অভিবাসীদের উপর এই কর আরোপ করা হত। ১৯২৩ সালে, চিনা অভিবাসীদের কানাডায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। (ছবি: thecanadianencyclopedia)
advertisement
10/14
লবণ ট্যাক্স - সামান্য নুন খাওয়ার জন্যেও কর দিতে হতো (সল্ট ট্যাক্স) ভারতীয়দের। তবে শুধু ভারতেই নয়, ১৪ শতকের মাঝামাঝি ফ্রান্সেও লবণের কর কার্যকর করা হয়েছিল। যার কারণে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে করটি বাতিল করা হয়। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা
advertisement
11/14
হ্যাট ট্যাক্স- ১৭৮৪ সালে, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়াংগার দেশের ঋণ পরিশোধের জন্য টুপির উপর একটি হ্যাট ট্যাক্স আরোপ করেন। প্রতিটি টুপির ভিতরে একটি রাজস্ব স্ট্যাম্প লাগানো হয়েছিল। সরকার এই ট্যাক্সকে এত গুরুত্ব সহকারে নিত যে কেউ যদি স্ট্যাম্প অপসারণ বা জাল করার চেষ্টা করে বা ট্যাক্স দিতে এড়ায় তবে তার শাস্তি মৃত্যুদণ্ড হত। এটি ১৮১১ সালে বিলুপ্ত করা হয়েছিল। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
12/14
কাপুরুষ কর- রাজা হেনরি-১ ইংল্যান্ডে ঘোড়সওয়ারদের উপর কাপুরুষ কর আরোপ করেন। অর্থাৎ, কোনও সৈনিক যুদ্ধে যেতে অস্বীকার করলে তাকে কর দিতে হবে। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
13/14
উইগ পাউডার ট্যাক্স - উইগ পাউডার ট্যাক্স ১৭০০ এর দশকে ইংল্যান্ডে প্রয়োগ করা হয়েছিল। মনে করা হয়, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে সরকার এই ট্যাক্স দিয়ে অর্থায়ন করেছিল। উইগ পাউডার আসলে একটি পাউডার যা পরচুলাকে রঙ করতে এবং ঘ্রাণ করতে ব্যবহৃত হয়। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
14/14
টয়লেট ফ্লাশ ট্যাক্স- আমেরিকায় জলের সঠিক ব্যবহার করার জন্য, কয়েক বছর আগে টয়লেট ফ্লাশ করার উপরও একটি কর আরোপ করা হয়েছিল। একজন যতবার ফ্লাশ করেছে, তাকে ততবার ট্যাক্স দিতে হয়েছে। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)