TRENDING:

৯ মাসে ৩১৮৬ বার আক্রমণ করেছে পাকিস্তান! তারই দোসর চিন, জো়ড়া চাপ ভারতের

Last Updated:
তথ্য বলছে, ১৭ বছরে প্রথমবার নিয়ন্ত্রণরেখায় শর্ত ভেঙে এতবার গুলি চালাল পাকিস্তান।
advertisement
1/6
৯ মাসে ৩১৮৬ বার আক্রমণ করেছে পাকিস্তান! তারই দোসর চিন, জো়ড়া চাপ ভারতের
একদিনে লাদাখ সীমান্তে যোগাযোগ উন্নত করতে তারের জাল বিছোচ্ছে চিন। অন্য দিকে বারবার সীমান্তে যাবতীয় শর্ত লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। এক কথায় জোড়া যুদ্ধের মুখোমুখি ভারত। তথ্য বলছে ১৭ বছরে প্রথমবার এতবার নিয়ন্ত্রণরেখায় শর্ত ভেঙে গুলি চালাল পাকিস্তান।
advertisement
2/6
লোকসভায় বাদল অধিবেশনের শুরুতে পেশ করা রিপোর্টে প্রকাশ, গত ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ৩১৮৬ বার সীমান্তে গুলি চালিয়েছে পাকিস্তান। গুলি বিনিময় হয়েছে ২৪২ বার।
advertisement
3/6
বার। সম্প্রতি রয়টার্স জানিয়েছে, সংঘাতের আবহে প্যাংগং লেকের কাছে স্থিত সেনাবাহিনীর আন্তঃযোগাযোগ ও বাহিনীর সঙ্গে চিনা প্রশাসনের যোগায়োগ আরও মজবুত করতে কেবল সংযোগ তৈরি করছে চিন। মাস খানেক আগেও একই রকম ভাবে কেবল সংযোগ করেছিল চিন। সেবার স্যাটেলাইট চিত্র দেখে সতর্ক হয় ভারত।
advertisement
4/6
করোনা আবহে যখন ধস্ত অর্থনীতিকে ফেরানো, দেশে কর্মসংস্থান বাড়ানোর মতো একাধিক ইস্যুতে নজর দেওয়া জরুরি তখনই অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে চিন ও পাকিস্তানের এই জোড়া চাপ।
advertisement
5/6
চিন পাকিস্তানের এই সমান্তরাল চাপ আরও একবার তাদের কূটনৈতিক সখ্য প্রমাণ করছে। দিন কয়েক আগেই সন্ত্রাসদমনে পাকিস্তান নাকি খুব ভাল কাজ করছে এই মর্মে বিবৃতি দেয় চিন।
advertisement
6/6
গত চার মাস ধরে লাদাখ সীমান্তে ভারত-চিন দু পক্ষেরই সৈন্য মজুত আছে। শীতকালেও থাকতে হবে জেনে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও পরিস্থিতি বিবেচনা করে জানান, লাদাখ থেকে সেনা সরানোর কোনও সম্ভাবনাই নেই এখন।
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
৯ মাসে ৩১৮৬ বার আক্রমণ করেছে পাকিস্তান! তারই দোসর চিন, জো়ড়া চাপ ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল