TRENDING:

#News18PublicSentimeter: জানুন চিনকে নিয়ে কি ভাবেন অধিকাংশ ভারতীয়

Last Updated:
News18-এর পক্ষ থেকে সম্প্রতি দেশজুড়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল ৷
advertisement
1/6
#News18PublicSentimeter: জানুন চিনকে নিয়ে কি ভাবেন অধিকাংশ ভারতীয়
ভারত চিন সংঘর্ষের পরই চিনা পণ্য এবং অ্যাপ বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে বয়কট চিনা পণ্য। এই পরিস্থিতিতে News18-এর পক্ষ থেকেও সম্প্রতি দেশজুড়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল৷ জেনে নিন সমীক্ষার রিপোর্ট
advertisement
2/6
তাতে দেখা যাচ্ছে, নিউজ১৮-এর বিভিন্ন ওয়েবসাইটে ভোট দেওয়া মানুষদের মধ্যে ৭০.১৩ শতাংশ মানুষ চিনা জিনিসের দাম যাই হোক না কেন, তা বর্জনের পক্ষে ৷ আরও ২৩.৪৯ শতাংশ মানুষ যতটা বেশি এবং তাড়াতাড়ি সম্ভব চিনা দ্রব্য বয়কটের পক্ষে ৷ মাত্র ৬.৩৮ শতাংশ মানুষই লাদাখে ভারত-চিন সীমান্তে যাই ঘটুক না কেন, চিনা জিনিস এখনই বর্জনের পক্ষে নন ৷
advertisement
3/6
তাহলে কি এবার চিনা অ্যাপ ও সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ হবে? উত্তরে হ্যাঁ বলেছে ৯০.৭২% জন। ০.৯৯% জন বলেছেন যে, না তাঁরা টিকটক অ্যাপ খুব ভালবাসেন তাই ডিলিট করবেন না। ২.৩৫% বলছেন যে তাঁরা চিনা অ্যাপ ব্যবহার করবেন কিন্তু তাঁদের তথ্য যেন দেশের বাইরে না যায়।
advertisement
4/6
লাদাখ সীমান্তে চিনা হামলায় কর্নেল-সহ ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর চিনের উপরে কি আর ভরসা করা যাবে? ৪৭% বলেছে যে আর ভরসা করা যাবে না
advertisement
5/6
ভারতীয় স্টারদের আর ক্রিকেটারদের চিনা পন্যর অ্যাড করা বন্ধ করা উচিত - ৭৮.৭৫% বলেছে হ্যাঁ।
advertisement
6/6
কীভাবে উত্তর দেওয়া উচিত ভারতের? ৩৬.৩৬% বলেছে যে ভারতীয় সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হক।
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
#News18PublicSentimeter: জানুন চিনকে নিয়ে কি ভাবেন অধিকাংশ ভারতীয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল