TRENDING:

‌‘‌আগ্রাসনের দিন শেষ’, লাদাখ সীমান্তে হাজির হয়ে কড়া বার্তা মোদির

Last Updated:
ভারত চিন সীমান্ত উত্তেজনার মধ্যে মোদির সীমান্ত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল
advertisement
1/7
‌‘‌আগ্রাসনের দিন শেষ’, লাদাখ সীমান্তে হাজির হয়ে কড়া বার্তা মোদির
• আগে থেকে কোনও খবর না দিয়েই আচমকা শুক্রবার লাদাখে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন তিনি।
advertisement
2/7
• ভারত চিন সীমান্ত উত্তেজনার মধ্যে মোদির সীমান্ত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন মোদির সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারভনে।
advertisement
3/7
• নাম না করেও এদিন চিনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করেছে, আগ্রাসনের দিন শেষ। আগ্রাসনের রাজনীতি বারবার মানবসভ্যতাকে সংকটের মুখে ফেলেছে।
advertisement
4/7
• তিনি এদিন বলেন, লাদাখ ভারতের মাথা, ১৩০ কোটি দেশবাসীর মান সম্মানের প্রতীক৷ লাদাখে বীর সেনারা সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছেন। গোটা বিশ্ব সাম্রাজ্যবাদী, আগ্রাসী শক্তির বিরুদ্ধে আগেও আওয়াজ তুলেছে, এবারেও একজোট হয়েছে।
advertisement
5/7
• এদিন সেনবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী। বারবার সেনার সাহসিকতার কথা তুলে ধরেছেন তাঁর বক্তব্যে। গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
advertisement
6/7
• তিনি এদিন মনে করিয়ে দিয়েছেন, লাদাখ ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। সেই সূত্রেই আগ্রাসী দখলদারি রাজনীতির সমালোচনাও করেছেন তিনি।
advertisement
7/7
• এদিন নিমুতে ফরওয়ার্ড পোস্টে গিয়ে কম্যান্ডারদের সঙ্গে কথা বলে সীমান্তের প্রকৃত পরিস্থিতি বুঝে নেন তিনি৷ হাসপাতালে গিয়ে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
‌‘‌আগ্রাসনের দিন শেষ’, লাদাখ সীমান্তে হাজির হয়ে কড়া বার্তা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল