TRENDING:

মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে মিলল না সমাধান সূত্র, লাদাখে অনড় দু' দেশের সেনাই

Last Updated:
এ দিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ গালওয়ানে সংঘর্ষের জন্য চিনকে দায়ী করে ভারতের তরফ জয়শঙ্কর কড়া বার্তা দিয়েছেন বলে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে৷
advertisement
1/6
মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে মিলল না সমাধান সূত্র, লাদাখে অনড় দু' দেশের সেনাই
লাদাখের গালওয়ানে চিন এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দু' তরফে মেজর জেনারেল স্তরে আলোচনা শুরু হয়েছিল৷ কিন্তু দীর্ঘ সময় ধরে সেই আলোচনার পরেও জট কাটেনি বলেই সূত্রের দাবি৷
advertisement
2/6
সংবাদসংস্থা এএনআই সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, 'এ দিন আলোচনা শেষ হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি৷ দুই তরফে সেনার অবস্থানেও কোনও পরিবর্তন হয়নি৷ এই মুহূর্তে বাহিনী সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপও কোনওপক্ষই করছে না৷ তবে আগামী দিনে আরও আলোচনা চলবে৷'
advertisement
3/6
এ দিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ গালওয়ানে সংঘর্ষের জন্য চিনকে দায়ী করে ভারতের তরফ জয়শঙ্কর কড়া বার্তা দিয়েছেন বলে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে৷ PHOTO- ANI
advertisement
4/6
বিদেশমন্ত্রকের দাবি অনুযায়ী, ভারতের তরফে সংঘর্ষের ঘটনার জন্য চিনকেই দায়ী করা হয়৷ ভারতের তরফে বলা হয়, 'গালওয়ানের ঘটনা চিনের পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং তার জেরে যা যা হয়েছে, তার জন্যও চিনই দায়ী৷'Photo- File
advertisement
5/6
বিদেশমন্ত্রকের তরফে অবশ্য দাবি করা হয়েছিল, গত ৬ জুন দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডার স্তরের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল, তা মেনে চলতে রাজি হয়েছে দু' পক্ষই৷ এই আলোচনার পর আশা করা হয়েছিল, লাদাখে হয়তো উত্তেজনা কমতে চলেছে৷ প্রতীকী ছবি
advertisement
6/6
তবে এ দিন মেজর জেনারেল আলোচনায় কোনও সমাধান সূত্র না বেরনোয় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থেকেই গেল৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে মিলল না সমাধান সূত্র, লাদাখে অনড় দু' দেশের সেনাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল