চিনা ক্যামেরার নজরদারি এড়িয়েই লাদাখে পাহাড় চূড়োর দখল নিল ভারতীয় সেনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিন প্রথম থেকেই ওই পর্বত চূড়োকে নিজেদের বলে দাবি করে আসছে৷ যাতে কৌশলগত ভাবে প্যাংগং লেকের গোটা দক্ষিণ অংশের উপরে তারা নজরদারি চালাতে পারে৷
advertisement
1/6

ভারতীয় বাহিনীর গতিবিধির উপরে নজরদারি চালাতে ক্যামেরা লাগানো সহ নজরদারি সরঞ্জাম বসিয়েছিল চিনা বাহিনী৷ তাসত্ত্বেও পিএলএ-এর নজরদারি এড়িয়েই প্যাংগং তাসো লেকের দক্ষিণ দিকে পাহাড়ের উঁচু অংশের দখল নিয়ে নিল ভারতীয় সেনা৷
advertisement
2/6
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এরকমই প্রচুর নজরদারি ক্যামেরা এবং সরঞ্জাম লাগিয়েছে চিনা সেনাবাহিনী৷ যাতে তারা নিজেদের এলাকা বলে যে জায়গাগুলিকে দাবি করছে, ভারতীয় বাহিনী তার কাছাকাছি গেলেই দ্রুত পদক্ষেপ করা যায়৷ প্যাংগং লেকের কাছে লুকনো এই পাহাড় চূড়োতেও ক্যামেরা বসানো হয়েছিল৷ তার পরেও চিনা নজরদারিকে ফাঁকি দিতে সক্ষম হয় ভারতীয় সেনা৷
advertisement
3/6
ভারতীয় ভূখণ্ডের মধ্যে থাকা ওই পর্বত চূড়োর দখল নেওয়ার পরই সেখানে থাকা যাবতীয় চিনা ক্যামেরা এবং নজরদারি সরঞ্জাম সরিয়ে ফেলে ভারতীয় সেনা৷
advertisement
4/6
চিন প্রথম থেকেই ওই পর্বত চূড়োকে নিজেদের বলে দাবি করে আসছে৷ যাতে কৌশলগত ভাবে প্যাংগং লেকের গোটা দক্ষিণ অংশের উপরে তারা নজরদারি চালাতে পারে৷ তার উপর ওই এলাকাটি স্প্যাংগুর গ্যাপ নামে একটি উন্মুক্ত অঞ্চলের কাছাকাছি৷ সেখানেই নিজেদের সশস্ত্র বাহিনী এবং সমরাস্ত্র এনে রেখে চিনা বাহিনী৷
advertisement
5/6
সূত্রের খবর অনুযায়ী, চিনা বাহিনীর মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে ভারতীয় সেনা৷ ইতিমধ্যেই লাদাখে স্পেশ্যাল অপারেশন ইউনিট এবং শিখ লাইট ইনফ্যান্ট্রি ট্রুপকে সেখানে মোতায়েন করা হয়েছে৷
advertisement
6/6
জানা গিয়েছে, নজরদারি চালানোর সময় মাইন ফেটে এক ভারতীয় জওয়ানের মৃত্যুও হয়েছে৷ চিনা সেনার মোকাবিলার জন্য ইতিমধ্যেই ওই এলাকায় ভারী সমর সরঞ্জাম এবং বিপুল সংখ্যক মোতায়েন করেছে ভারতীয় সেনা৷ নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক৷