TRENDING:

শীতেও উত্তপ্ত থাকবে লাদাখ, ধরে নিয়েই প্রস্তুতি শুরু ভারতীয় সেনার

Last Updated:
ইতিমধ্যেই প্রচণ্ড ঠান্ডায় যাতে সেনা জওয়ানদের অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ধরনের তাঁবু সহ সাজ সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে লাদাখে৷
advertisement
1/9
শীতেও উত্তপ্ত থাকবে লাদাখ, ধরে নিয়েই প্রস্তুতি শুরু ভারতীয় সেনার
আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে শান্তি রয়েছে৷ কিন্তু শান্তির আড়ালেই রয়েছে তীব্র উত্তেজনা৷ যা খুব তাড়াতাড়ি প্রশমিত হবে না বলেই ধরে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কর্তারা৷ ফলে সামনের শীতেও সীমান্তে চূড়ান্ত সতর্কতা বজায় রাখতে হবে ধরে নিয়েই এগোচ্ছে সেনাবাহিনী৷
advertisement
2/9
মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ই-এর মধ্যে বৈঠকের পর থেকেই টানা চারদিন প্যাংগং লেকের উত্তর দিকে ফিঙ্গার থ্রি এবং ফিঙ্গার ফোরের মধ্যবর্তী এলাকায় দু' দেশেরই প্রায় দেড় থেকে দু' হাজার সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে৷ শনিবার রাতেও যা বদলায়নি৷
advertisement
3/9
চিনা সেনার অভিযোগ, 'ঘটনার সময় চিনের সীমান্তরক্ষা বাহিনীর নজরদারি দলকে ভয় দেখাতে গুলি চালিয়েছেন ভারতীয় জওয়ানরা৷ পরিস্থিতি সামাল দিতে চিনা সীমান্তরক্ষা বাহিনীও পাল্টা পদক্ষেপ করে৷' যদিও ঠিক কী পদক্ষেপ চিনা সেনার তরফে নেওয়া হয়েছে, বিবৃতিতে তা স্পষ্ট করে বলা হয়নি৷ প্রতীকী ছবি৷
advertisement
4/9
সূত্রের খবর অনুযায়ী, চলতি সপ্তাহে কর্পস কম্যান্ডার স্তরের বৈঠক হওয়া পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে৷ রবিবারই দিল্লিতে China Study Group-এর সদস্যদের মিলিত হয়ে এই বৈঠকের খুঁটিনাটি বিষয়গুলি চূড়ান্ত করার কথা৷ ণ্ডে অনুপ্রবেশ করেছে ভারতীয় বাহিনী৷
advertisement
5/9
মস্কোয় বিদেশমন্ত্রীদের বৈঠকের পর থেকে দুই দেশের বাহিনীর মধ্যে ব্রিগেডিয়ার স্তরের বৈঠক হলেও সমাধান সূত্র বেরোয়নি৷ অভিযোগ চিনের তরফে আলোচনায় সেনা পিছিয়ে নেওয়ার বিষয়ে কথা না বলে কোন জায়গায় দুই দেশের কত সেনা রয়েছে, তার উপরেই জোর দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে৷
advertisement
6/9
কর্পস কম্যান্ডার পর্যায়ের বৈঠকেও বিশেষ কোনও সমাধান হবে বলে আশা করছে না ভারত৷ বরং চিন দীর্ঘদিন ধরে সীমান্তে এই টানাপোড়েন বজায় রাখবে বলেই মনে করা হচ্ছে৷ সেই মতোই শীতেও লাদাখ উত্তপ্ত থাকবে, এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা৷
advertisement
7/9
ইতিমধ্যেই প্রচণ্ড ঠান্ডায় যাতে সেনা জওয়ানদের অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ধরনের তাঁবু সহ সাজ সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে লাদাখে৷ নভেম্বর- ডিসেম্বর মাসে লাদাখে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে৷ যে বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্য একসঙ্গে ৮ থেকে ১০ জন সেনা থাকতে পারবেন৷ এই তাঁবুগুলির মধ্যে বুখারি নামে একটি বিশেষ যন্ত্র থাকবে, যাতে সেনাদের তাঁবুর ভিতরে পর্যাপ্ত গরম থাকে৷
advertisement
8/9
যেহেতু বুখারিগুলি কেরোসিনে চলে, তাই আগামী মাসের মধ্যে লাদাখে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পাঠানোর চেষ্টা করা হচ্ছে৷ কারণ তার পরই বরফ পড়ে জোজিলা পাস এবং রোটাং পাস বন্ধ হয়ে যাবে৷
advertisement
9/9
এর পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা থেকে বাহিনীর জওয়ানদের রক্ষা করতে বিশেষ ধরনের জুতো এবং পোশাক কিনেছে কেন্দ্রীয় সরকার৷ এই ধরনের পোশাক এবং সরঞ্জামই সিয়াচেনে মোতায়েন করা সেনাদের জন্য ব্যবহার করা হয়৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
শীতেও উত্তপ্ত থাকবে লাদাখ, ধরে নিয়েই প্রস্তুতি শুরু ভারতীয় সেনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল