কুড়ি দিনে লাদাখে ৬টি পাহাড় চূড়োর দখল নিল ভারত, ক্ষোভে ফুঁসছে চিন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

গত কুড়ি দিনে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত ছ'টি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ এই পাহাড় চূড়োগুলির দখল নেওয়ার চেষ্টায় ছিল চিনের সেনাবাহিনীও৷ কিন্তু তাদের আগেই সেখানে পৌঁছতে সক্ষম হন ভারতীয় জওয়ানরা৷ সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে৷
advertisement
2/7
চিনের সেনাবাহিনী এই পাহাড়চূড়োগুলি দখল করে ফেললে ভারতীয় সেনার গতিবিধির উপরে সহজেই নজরদারি চালাতে পারত তারা৷ কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা৷
advertisement
3/7
সরকারের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'গদ ২৯ অগাস্ট থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ছ'টি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়ে নিয়ে ভারতীয় সেনাবাহিনী৷ যে পাহাড়চূড়োগুলি আমাদের বাহিনী দখলে নিয়েছে তার মধ্যে রয়েছে, মগর হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাং লা, মোখপরি এবং ফিঙ্কার ফোরের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ো৷'
advertisement
4/7
সূত্রের খবর অনুযায়ী, এই পাহাড়চূড়ো গুলি চিনের সেনাবাহিনীও দখল করার চেষ্টা করেছিল৷ যার জেরে প্যাংগং লেকের উত্তর থেকে দক্ষিণ অংশের মধ্যে অন্তত তিনটি ক্ষেত্রে শূন্যে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে৷
advertisement
5/7
তবে যে ছ'টি পাহাড় চূড়োর কথা বলা হচ্ছে, সেগুলি নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডেই অবস্থিত বলে ওই শীর্ষ সরকারি আধিকারিক নিশ্চিত করেছেন৷ এই পাহাড় চূড়োগুলি দখলে থাকায় কৌশলগত ভাবে অনেকটাই সুবিধেজনক অবস্থানে থাকল ভারত৷ প্রতীকী ছবি৷
advertisement
6/7
ভারতীয় সেনা এই পাহাড় চূড়োগুলি দখল করার পরেই রেজাং লা এবং রেচেন লা-র কাছাকাছি তিন হাজার অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে চিনা৷ মলডো সেনা ঘাঁটি থেকে অতিরিক্ত বাহিনী এনে এই এলাকাগুলিতে মোতায়েন করেছে চিনের সেনাবাহিনী৷
advertisement
7/7
চিনা আগ্রাসনের পর থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারভানের সঙ্গে সমন্বয় রেখে এবং তাঁদের পরামর্শ মেনেই লাদাখে প্রতিটি পদক্ষেপ করছে ভারতীয় সেনা৷