TRENDING:

ফরওয়ার্ড বেসে যুদ্ধবিমান, তৈরি চিনুক- অ্যাপাচে কপ্টার! লেহতে বায়ুসেনা প্রধান

Last Updated:
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, গত ১৭ জুন লেহ এবং ১৮ জুন শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটিতে প্রস্তুতি খতিয়ে দেখেন বায়ুসেনা প্রধান৷
advertisement
1/8
ফরওয়ার্ড বেসে যুদ্ধবিমান, তৈরি চিনুক- অ্যাপাচে কপ্টার! লেহতে বায়ুসেনা প্রধান
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে কোনও পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে সেনাবাহিনী৷ আর আকাশ পথে সেনাকে সাহায্য করার জন্য চূড়ান্ত প্রস্তূতি নিচ্ছে বায়ুসেনাও৷ ইতিমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় দ্রুত পৌঁছনোর জন্য অত্যাধুনিক যুদ্ধবিমানগুলিকে কাছাকাছি এলাকায় নিয়ে গিয়ে প্রস্তুত রাখা হয়েছে৷ পাশাপাশি বায়ুসেনার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধ এবং বৃহস্পতিার লেহ এবং শ্রীনগর এয়ারবেসে পরিদর্শনে গিয়েছিলেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া৷ প্রতীকী ছবি
advertisement
2/8
সীমান্তে চিনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই যুদ্ধ বিমানগুলিকে ফরওয়ার্ড বেস-এ নিয়ে যাওয়া হয়েছে৷ তার মধ্যে রয়েছে সুখোই ৩০এমকেআই, মিরাজ ২০০০ এবং জাগুয়ার যুদ্ধ বিমান৷ প্রতীকী ছবি
advertisement
3/8
এর পাশাপাশি লাদাখের কাছেই নিয়ে গিয়ে রাখা হয়েছে একাধিক আমেরিকান আপাচে অ্যাটাক হেলিকপ্টার৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যেখানে স্থলবাহিনী সক্রিয়তা বাড়িয়েছে, তার কাছাকাছি এই হেলিকপ্টারগুলি রাখা হয়েছে৷ প্রতীকী ছবি
advertisement
4/8
লেহ এয়ারবেসে প্রস্তুত রাখা হয়েছে চিনুক হেলিকপ্টারও৷ যাতে জরুরি পরিস্থিতিতে দুর্গম এলাকায় আকাশপথে দ্রুত সেনাবাহিনীকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়৷ প্রতীকী ছবি
advertisement
5/8
এর পাশাপাশি লাদাখে বাহিনী এবং যুদ্ধ সরঞ্জাম বহনের জন্য কাজে লাগানো হচ্ছে এমআই ১৭৪৫ মিডিয়াম লিফট চপার৷ প্রতীকী ছবি
advertisement
6/8
লাদাখের কাছাকাছি ভারতীয় বায়ুসেনার একাধিক ঘাঁটি রয়েছে৷ তার মধ্যে রয়েছে লেহ, শ্রীনগর, অবন্তিপুর, বরেইলি, আদমপুর, হালওয়াড়া (লুধিয়ানা), আম্বালা এবং সিরসা৷ এক্ষেত্রে চিনা প্রতিপক্ষের থেকে ভারতীয় বায়ুসেনা অনেকটাই এগিয়ে৷ কারণ লাদাখের ১৪ হাজার ফুট উচ্চতার দুর্গম এলাকার কাছাকাছি হোটান এবং গার গুনসা থেকেই যুদ্ধ বিমান পরিচালনা করতে পারবে চিন৷ প্রতীকী ছবি
advertisement
7/8
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় আকাশসীমায় চিনা চপার অনুপ্রবেশের চেষ্টা শুরু করতেই পাল্টা এসইউ-৩০ যুদ্ধবিমানকে কাজে লাগায় ভারত৷ প্রতীকী ছবি
advertisement
8/8
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, গত ১৭ জুন লেহ এবং ১৮ জুন শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটিতে প্রস্তুতি খতিয়ে দেখেন বায়ুসেনা প্রধান৷ যদিও বায়ুসেনা প্রধানের এই সফর নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়৷ বায়ুসেনার মুখপাত্র এ নিয়ে কোনও মন্তব্য করেননি৷ File Photo- ANI
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
ফরওয়ার্ড বেসে যুদ্ধবিমান, তৈরি চিনুক- অ্যাপাচে কপ্টার! লেহতে বায়ুসেনা প্রধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল