চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও Spice-2000 বোমা কিনছে ভারত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সরকারের দেওয়া বিশেষ আর্থিক ক্ষমতা অনুযায়ী ৫০০ কোটি টাকা পর্যন্ত মূল্যের অস্ত্রশস্ত্র কেনার সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে৷
advertisement
1/6

পুলওয়ামা হামলার বদলা নিতে বালাকোটে এয়ার স্ট্রাইকের সময় ব্যবহার করা হয়েছিল৷ চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই সেই Spice-2000 বোমা আরও বেশি সংখ্যায় কেনার পরিকল্পনা করছে ভারত৷ সংবাদসংস্থা এএনআই-এর একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷ PHOTO- ANI
advertisement
2/6
চিন সীমান্তে উত্তেজনা বাড়ার পরই ভারতের তিন সামরিক বাহিনীকেই জরুরি প্রয়োজনে অস্ত্র কিনতে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে৷ সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই এই স্পাইস ২০০০ বোমা কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ুসেনা৷
advertisement
3/6
বালাকোটে পাকিস্তানি জঙ্গিদের ঘাঁটিগুলিকে ধ্বংস করার জন্য এই স্পাইস ২০০০ বোমাই ব্যবহার করেছিল ভারতীয় বায়ুসেনা৷
advertisement
4/6
এই ধরনের বোমাগুলি ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ নতুন স্পাইস ২০০০ বোমাগুলি শত্রুপক্ষের বাঙ্কার এবং শক্তপোক্ত ঘাঁটিও ধ্বংস করে দিতে পারে৷
advertisement
5/6
এই ধরনের বোমাগুলি ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ নতুন স্পাইস ২০০০ বোমাগুলি শত্রুপক্ষের বাঙ্কার এবং শক্তপোক্ত ঘাঁটিও ধ্বংস করে দিতে পারে৷
advertisement
6/6
এর পাশাপাশি ভারতীয় সেনাও আমেরিকার থেকে Excalibur precision- guided misile কেনার প্রস্তুতি নিচ্ছে৷ পাশাপাশি ভারতীয় নৌবাহিনীও তাঁদের প্রয়োজন অনুযায়ী বেশ কিছু অস্ত্রশস্ত্র কেনার পরিকল্পনা করছে৷ Representational Image