TRENDING:

আলোচনার মাঝে একতরফা পদক্ষেপ নয়, চিনকে স্পষ্ট বার্তা ভারতের

Last Updated:
গত কয়েক মাসের পরিপ্রেক্ষিতে সোমবার হওয়া দুই দেশের সেনা কম্যান্ডারদের মধ্যে ষষ্ঠ দফার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
1/5
আলোচনার মাঝে একতরফা পদক্ষেপ নয়, চিনকে স্পষ্ট বার্তা ভারতের
দু'দিন আগেই লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে ১৪ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ হয়েছে৷ এবার ভারতের তরফে স্পষ্ট বার্তায় জানিয়ে দেওয়া হল, একতরফা ভাবে সীমান্তের স্থিতাবস্থা বদলে দেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে চিনকে৷
advertisement
2/5
এ দিন একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, সেনা পিছিয়ে নেওয়ার বিষয়টি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং দু' পক্ষই পিছু হঠার বিষয়ে ঐক্যমতে পৌঁছলেই তা সম্ভব৷
advertisement
3/5
বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, 'সংঘাতের জায়গাগুলি থেকে বাহিনীর পিছিয়ে আসা নিয়ে দু' পক্ষের আলোচনা করলেও কার্যক্ষেত্রে কতটা স্থিতিশীল হয়েছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে৷ দুই দেশের সিনিয়র কম্যান্ডারদের মধ্যে বৈঠককে আপাতত এই দৃষ্টিভঙ্গি থেকেই বিচার করা উচিত৷'
advertisement
4/5
গত কয়েক মাসের পরিপ্রেক্ষিতে সোমবার হওয়া দুই দেশের সেনা কম্যান্ডারদের মধ্যে ষষ্ঠ দফার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেমন দুই দেশই সীমান্তে একেবারে সামনের সারিতে আর নতুন করে বাহিনী না পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে৷ এর পাশাপাশি এক তরফা ভাবে স্থিতাবস্থা বদলানোর চেষ্টা, উত্তেজনা বাড়তে পারে এমন কোনও পদক্ষেপ করা থেকেও দু' পক্ষ বিরত থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়৷
advertisement
5/5
অনুরাগ শ্রীবাস্তব এ দিন বলেন, 'দুই দেশের আলোচনার মাধ্যমে সীমান্তে সম্পূর্ণ শান্তি ফেরানোই এখন লক্ষ্য৷ কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে যাতে একতরফা ভাবে সীমান্তের স্থিতাবস্থা বদলের চেষ্টা না করা হয়৷' তিনি আরও জানিয়েছেন, ভারত এবং চিনের মধ্যে খুব শিগগিরই ওয়ার্কিং মেকিনিজম ফর কনসালটেশন অ্যান্ড কোর্ডঅর্ডিনেশন (wmcc)-এর বৈঠক হবে৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
আলোচনার মাঝে একতরফা পদক্ষেপ নয়, চিনকে স্পষ্ট বার্তা ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল