TRENDING:

PUBG Banned: 'ভারতের উচিত ভুল শুধরে নেওয়া!' অ্যাপ ব্যান নিয়ে প্রথম মন্তব্য চিনের

Last Updated:
বুধবার বিকেলেই PUBG সহ ১১৮টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার৷ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হওয়ায় এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়৷
advertisement
1/5
PUBG Banned: 'ভারতের উচিত ভুল শুধরে নেওয়া!' অ্যাপ ব্যান নিয়ে প্রথম মন্তব্য চিনের
২৪ ঘণ্টাও কাটেনি। ডিজিটাল স্ট্রাইকে ঝড় তুলে দিয়েছে ভারত। এক লহমায় নিষিদ্ধ হয়ে গিয়েছে ১১৮টি চাইনিজ অ্যাপ। ভারতের এই সক্রিয়তা নিয়ে সুর চড়াল চিন। চিনের বানিজ্যমন্ত্রকের বার্তা, ভারতের এই পদক্ষেপ চিনা বিনিয়োগকারীদের স্বার্থে আঘাত। চিন ভারতকে বলছে এই ভুল শুধরে নিতে।
advertisement
2/5
বৃহস্পতিবার চিনের বানিজ্যমন্ত্রকের মুখপাত্র গাও ফেং প্রেস বিবৃতি দিয়ে বলেছে," ভারতের এই পদক্ষেপ জাতীয় সুরক্ষার ধারণাকে অবমাননা করছে। এবং এই সক্রিয়তা চিনা সংস্থার বিরুদ্ধে বৈষম্যমূলকও।"
advertisement
3/5
চিনের স্পষ্ট বার্তা অবস্থান সংশোধন করুক। একই সঙ্গে চিন মনে করছে ভারতের এই অবস্থানের পিছনে মার্কিন চাপ রয়েছে। ‌চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং-এর বক্তব্য এই পদক্ষেপ নাকি মার্কিন বিধিনিষেধের চাপে 'অদূরদর্শী অংশগ্রহণ।
advertisement
4/5
বুধবার বিকেলেই PUBG সহ ১১৮টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার৷ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হওয়ায় এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়৷ এই মুহূর্তে ভারতে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ PUBG ব্যবহারকারী রয়েছেন৷
advertisement
5/5
বিবৃতিতে বলা হয়েছে, এই অ্যাপগুলি এমন কার্যকলাপের সঙ্গে যুক্ত যা ভারতের নিরাপত্তা, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের পরিপন্থী৷' ভারতীয় 'সাইবার স্পেস'-কে আরও সুরক্ষিত করতেই এই পদক্ষেপ বলেও দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে৷ একই অভিযোগে এর আগে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত৷ তার মধ্যে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ ছিল৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
PUBG Banned: 'ভারতের উচিত ভুল শুধরে নেওয়া!' অ্যাপ ব্যান নিয়ে প্রথম মন্তব্য চিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল