TRENDING:

চুপিসাড়ে শক্তি বাড়ানোর কাজে ব্যস্ত চিন, LAC বরাবর সাতটি চিনা যুদ্ধবিমান ঘাঁটিতে কড়া নজর ভারতের

Last Updated:
চিনের সঙ্গে বিবাদের পর ভারত প্রতিবেশী এই দেশের প্রতিটা পদক্ষেপের ওপরেই নজর রাখছে৷
advertisement
1/5
ব্যস্ত চিন, LAC বরাবর সাতটি চিনা যুদ্ধবিমান ঘাঁটিতে কড়া নজর ভারতের
চিনের সঙ্গে বিবাদের পর ভারত প্রতিবেশী এই দেশের প্রতিটা পদক্ষেপের ওপরেই নজর রাখছে৷ শুধু লাদাখই নয় ভারতের গোয়েন্দা এজেন্সি অরুণাচল প্রদেশের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে৷ সূত্রের খবর অরুণাচল সীমান্তে পিপলস লিবারেশন আর্মি -র এয়ারফোর্স প্রতি মুহূর্তে অ্যাকটিভ থাকছে৷ সূত্রের খবর চিনের অন্তত ৭ টি এয়ারবেস ভারতের এজেন্সির র‍্যাডারে রয়েছে৷ Photo- File
advertisement
2/5
সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী চিনের শিনজিয়ানের কাছের তিব্বত এলাকায় স্থিত PLAAF -র হোটন, গার গুংসা, কাশগর, হোপ্পিংগ,কোঁকা জোঙ্গ ও লিংজি পঙ্গট এই এয়ারবেসের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে৷Photo- File
advertisement
3/5
সুরক্ষা এজেন্সিরা খবর পেয়েছে সম্প্রতি এর মধ্যে বেশ কয়েকটি সেনা বিমান ঘাঁটি আপগ্রেড করার কাজ করছে চিন৷ বেশ কয়েকটি এয়ারবেসের রানওয়ের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে৷ কোথাও আবার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে৷Photo- File
advertisement
4/5
সূত্রের খবর অনুযায়ি লিংজি এয়ারবেসে হেলিপ্যাড ভারতের উত্তরপূর্বের রাজ্যের বেশ কাছে৷ এটা প্রাথমিকভাবে হেলিকপ্টারের এয়ারবেস৷ চিন এই এয়ারবেসের কাছাকাছি নিজেদের হেলিপ্যাডের নেটওয়ার্ক বানিয়ে নিয়েছে৷ চিনের লক্ষ্য নিজেদের সার্ভিউলেন্সের গতিবিধি আরও বৃদ্ধি করা৷Photo- File
advertisement
5/5
এদিকে সূত্র আরও জানিয়েছে চিন লাদাখের পাশাপাশি অন্য এলাকাতেও যুদ্ধবিমান মোতায়েন করছে৷এর মধ্যে সুখোই -30 যুদ্ধবিমানের চিনা সংস্করণের পাশাপাশি এর আদিবাসী জে-সিরিজের যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত রয়েছে। তবে লাদাখ অঞ্চলে, ভারতীয় বিমানবাহিনী চিনের উপর একটি স্পষ্ট প্রান্ত রয়েছে। এর কারণ হ'ল চাইনিজ যুদ্ধবিমানগুলি খুব উঁচু উড়ানের বিমান ঘাঁটি থেকে উড়তে হয়, যখন ভারতীয় বিমান সমতল অঞ্চল থেকে উড়ে যাওয়ার পরপরই পার্বত্য অঞ্চলে পৌঁছতে পারে।Photo- File
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
চুপিসাড়ে শক্তি বাড়ানোর কাজে ব্যস্ত চিন, LAC বরাবর সাতটি চিনা যুদ্ধবিমান ঘাঁটিতে কড়া নজর ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল