TRENDING:

লাদাখ নিয়ে চিনের দাবি ওড়াল ভারত, পাল্টা তিন প্রশ্ন তুলল দিল্লি

Last Updated:
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ, অরুণাচল প্রদেশে বেশ কয়েকটি সেতুর উদ্বোধনের পরেই তা নিয়ে আপত্তি জানায় চিন৷
advertisement
1/5
লাদাখ নিয়ে চিনের দাবি ওড়াল ভারত, পাল্টা তিন প্রশ্ন তুলল দিল্লি
সীমান্ত লাগোয়া এলাকায় ভারতের পরিকাঠামোগত নির্মাণই সীমান্ত বিবাদের মূল কারণ৷ এমনই অভিযোগ তুলেছিল চিন৷ বেজিংয়ের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা ভারত প্রশ্ন তুলল, চিনের সেনাবাহিনী কেন তাহলে সীমান্তের ওপারে নিজেদের দিকে একের পর এক রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করে চলেছে?
advertisement
2/5
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ, অরুণাচল প্রদেশে বেশ কয়েকটি সেতুর উদ্বোধনের পরেই তা নিয়ে আপত্তি জানায় চিন৷ তাদের অভিযোগ, সামরিক উদ্দেশ্য নিয়েই এই সেতুগুলি নির্মাণ করেছে ভারত৷ এর পাল্টা চিনের উদ্দেশে তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারত সরকারের শীর্ষ আধিকারিকরা৷ হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনেই এমন দাবি করা হয়েছে৷
advertisement
3/5
চিনের দাবিকে নাকচ করে দিয়ে শীর্ষ সরকারি আধিকারিকদের পাল্টা দাবি, 'প্রথমত, শুধু সামরিক বাহিনীর প্রয়োজন নয়, নতুন এই সেতুগুলি চালু হওয়ায় লাদাখের সাধারণ মানুষেরও সুবিধে হবে৷ তাছাড়া, এই সেতুগুলি প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকেও অনেকটা দূরে অবস্থিত বলে দাবি ভারতীয় আধিকারিকদের৷ তাঁদের দ্বিতীয় প্রশ্ন, দ্বিপাক্ষিক আলোচনার সময় কখনওই কেন লাদাখে ভারতের পরিকাঠামোগত নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেনি চিন? এখন কেন নতুন করে এ বিষয়ে আপত্তি জানাচ্ছে তারা?'
advertisement
4/5
ভারতীয় আধিকারিকদের তৃতীয় প্রশ্ন, যদি ভারতের তরফেই পরিকাঠামোগত নির্মাণ সমস্যার কারণ হয়, তাহলে চিনের সেনাবাহিনী কেন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সীমান্তের ওপারে একের পর এক রাস্তা তৈরি করছে? রাস্তা, সেতু ছাড়াও প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় অপটিকাল ফাইবার নেটওয়ার্ক ছড়িয়ে দিচ্ছে তারা৷ পাশাপাশি সৌর শক্তিতে গরম থাকে এমন ঘর, মিসাইল ছোড়ার পরিকাঠামো নিজেদের সীমান্তে তৈরি করছে চিন৷
advertisement
5/5
যদিও বিশেষজ্ঞদের মতে, লাদাখে পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে চিনের মূল আপত্তির কারণ অন্য৷ কারণ লাদাখে ভারত শক্তিশালী সামরিক পরিকাঠামো তৈরি করে ফেললে তা পাক অধিকৃত কাশ্মীর এবং খুনজেরাব পাস হয়ে প্রস্তাবিত চিন- পাকিস্তান করিডরের পক্ষে বিপজ্জনক হতে পারে৷ ভারত যে এই প্রকল্পের তীব্র বিরোধী, ইতিমধ্যে তা নিজেেদর বন্ধু পাকিস্তানকেও জানিয়ে দিয়েছে চিন৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
লাদাখ নিয়ে চিনের দাবি ওড়াল ভারত, পাল্টা তিন প্রশ্ন তুলল দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল