TRENDING:

অরুণাচলে রাতারাতি নিখোঁজ পাঁচ যুবক, চিনা বাহিনীর বদলা? অভিযোগে জল্পনা তুঙ্গে

Last Updated:
অপহৃতের দাদা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন বিষয়টি নিয়ে পদক্ষেপ করার জন্য। স্থানীয় মানুষ চিনা অপহরণের অভিযোগ আনছেন সরাসরি।
advertisement
1/5
অরুণাচলে রাতারাতি নিখোঁজ পাঁচ যুবক, চিনা বাহিনীর বদলা? অভিযোগে জল্পনা তুঙ্গে
লাদাখ সীমান্ত সংঘাত নিয়ে দেশব্যাপী উত্তেজনার পরিস্থিতিতেই হঠাৎ করেই গায়েব অরুণাচলের পাঁচ যুবক। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত তিন তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই পাঁচজনকে। অভিযোগ চিনা বাহিনী এই পাঁচজনকে অপহরণ করেছে। ছবি ট্যুইটার থেকে নেওয়া।
advertisement
2/5
জানা গিয়েছে, ম্যাকমোহন লাইন সংলগ্ন সুবর্ণসিড়ি জেলার নাচো সার্কেল এলাকার বাসিন্দা ওই পাঁচ যুবক। তাঁরা সকলেই তাজিন সম্প্রদায়ভুক্ত। ফাইল চিত্র
advertisement
3/5
জানা গিয়েছে ওই পাঁচজন যুবক ভারতীয় সেনার মালবাহক হিসেবে কাজ করত। ঘটনার কথা জানিয়েছেনৱ অরুণাচল পুলিশের জিজি আরআর উপাধ্যায়। অরুণাচলের কংগ্রেস বিধায়কও বিষয়টি ট্যুইট করেছেন।ফাইল চিত্র
advertisement
4/5
এক অপহৃতের দাদা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন বিষয়টি নিয়ে পদক্ষেপ করার জন্য। স্থানীয় মানুষ চিনা অপহরণের অভিযোগ আনছেন সরাসরি। এখনও পর্যন্ত সেনাবাহিনীর তরফে কোনও বার্তা না দিলেও পুলিশের তরফে একটি দল পাঠানো হয়েছে তল্লাশির জন্য।ফাইল চিত্র
advertisement
5/5
উল্লেখ্য লাদাখ সীমান্তে সংঘাতের মধ্যেইলাদাখে অরুণাচলের ইন্দো-চিন সীমান্তে দিন কয়েক আগেই প্রতিরক্ষার ব্যবস্থা আরও জোরদার করেছে ভারত। এই পাঁচ যুবককে ৪৮ ঘণ্টারও বেশি সময় খুঁজে না পাওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ঘুরপথে বদলা নিচ্ছে চিন?ফাইল চিত্র
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
অরুণাচলে রাতারাতি নিখোঁজ পাঁচ যুবক, চিনা বাহিনীর বদলা? অভিযোগে জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল