'ভুল বোঝাবুঝি থেকেই সমস্যা', লাদাখে নতুন করে উত্তেজনা নিয়ে সুর নরম চিনের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছিল, শনিবার রাতে প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা৷ তাদের বাধা দেয় ভারতীয় সেনাবাহিনী৷
advertisement
1/5

অন্য কোনও দেশের এক ইঞ্চি জমিও কখনও দখল করেনি চিন৷ চিনা সেনারও অন্য দেশের ভূখণ্ডে অনুপ্রবেশের প্রশ্ন ওঠে না৷ লাদাখে নতুন করে উত্তেজনা ছড়ানোর পরিপ্রেক্ষিতে এমনই দাবি করল বেজিং৷ একই সঙ্গে অবশ্য সুর নরম করে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, ভুল বোঝাবুঝি থেকেই সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে থাকতে পারে৷
advertisement
2/5
ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছিল, শনিবার রাতে প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা৷ তাদের বাধা দেয় ভারতীয় সেনাবাহিনী৷ দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক স্তরেও হওয়া সিদ্ধান্তের শর্তও চিন ভঙ্গ করেছে বলে অভিযোগ করে ভারত৷ সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনা জওয়ানরা বাধা দেওয়ায় দুই দেশের সেনাদের মধ্যে ধস্তাধস্তিও বেঁধে যায়৷
advertisement
3/5
প্রত্যাশিত ভাবেই নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করেছে বেজিং৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং এ দিন বলেন, 'চিন কোনওদিনই যুদ্ধ বা সংঘাতে প্ররোচনা দেয়না এবং কখনওই অন্য কোনও দেশের এক ইঞ্চি জমি দখল করেনি৷ চিনের সীমান্ত রক্ষা বাহিনীও কখনও প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি৷ হয়তো কোনও ভুল বোঝাবুঝি হচ্ছে৷'
advertisement
4/5
তিনি আরও বলেন, 'আমার মনে হয় দু' পক্ষেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেদের সুনাম রক্ষা করবে এবং সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে৷'
advertisement
5/5
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র এ দিন ভুল বোঝাবুঝির কথা বলে কিছুটা সুর নরম করলেও নয়াদিল্লির চিনা দূতাবাস থেকে বিবৃতি দিয়ে সরাসরি ভারতীয় সেনার বিরুদ্ধেই অনুপ্রবেশের অভিযোগ তোলা হয়েছে৷ ভারতীয় বাহিনী সীমান্তে প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগ তুলেছে দিল্লির চিনা দূতাবাস৷