TRENDING:

EXCLUSIVE: আক্রমণ শানাতে পারে ভারত, প্রচণ্ড ভয় পাচ্ছে চিন! দ্রুত তৈরি করছে নতুন ২টি এয়ারবেস

Last Updated:
চিন ভয় পাচ্ছে ভারতের সঙ্গে সংঘর্ষ যদি লড়াইতে বদলায় তাহলে ভারতের কাছে চিনের থেকে বেশি সংখ্যক এয়ারবেস থাকবে, যার সরাসরি প্রভাব পড়বে যুদ্ধের ময়দানে৷ এখন যা পরিস্থিতি তাতে ভারতই ফায়দায় থাকবে৷
advertisement
1/4
EXCLUSIVE: আক্রমণ শানাতে পারে ভারত, ভয় পাচ্ছে চিন! দ্রুত তৈরি করছে ২টি এয়ারবেস
পূর্ব লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত ও চিনের সেনা সংঘর্ষের পর ভারত ধীরে ধীরে নিজের যুদ্ধাস্ত্রের ক্ষমতা বৃদ্ধি করছে৷ আর ভারতীয় সেনার এই ক্ষমতাবৃদ্ধিতে ভয়ে পাচ্ছে চিন৷ চিন প্রতিমুহূর্তেই ভাবছে এই বোধহয় ভারত হামলা চালাল৷ চিন ভয় পাচ্ছে ভারতের সঙ্গে সংঘর্ষ যদি লড়াইতে বদলায় তাহলে ভারতের কাছে চিনের থেকে বেশি সংখ্যক এয়ারবেস থাকবে, যার সরাসরি প্রভাব পড়বে যুদ্ধের ময়দানে৷ এখন যা পরিস্থিতি তাতে ভারতই ফায়দায় থাকবে৷ Photo -File
advertisement
2/4
ভারতের গোয়েন্দা বিভাগ অনুযায়ী ভারতের প্রস্তুতি দেখে অস্ত্র শানাতে তৈরি চিনও৷ হোটন বিমানবন্দরের এক কিলোমিটার দক্ষিণে আরও একটি এয়ারস্ট্রিপ করছে৷ গোপন সূত্র অনুযায়ী, চিন তিব্বতে লাগাতার নিজেদের সৈন্য ক্যাম্প তৈরি করতে ব্যস্ত৷Photo -File
advertisement
3/4
এটাই নয়, হোটনের দক্ষিণ পূর্বে মাত্র ৩,৭৫ কিলোমিটার দূরে আরও একটি এয়ারফোর্স রানওয়ে জোর গতিতে প্রস্তুত করছে৷ সূত্রের খবর, এমন একটি রানওয়ে তৈরি হচ্ছে যেটায় বোমা ফাটলেও রানওয়ের কোনও ক্ষতি হবে না ৷ এর আগে হোটন এয়ারবেসেও মাউন্টেন হ্যাঙ্গার তৈরি করেছে৷ বর্তমানে যে রানওয়ে রয়েছে, সেটাকে লম্বা -চওড়া ২ দিকেই বাড়ানো হচ্ছে৷Photo -File
advertisement
4/4
চিন ও পাকিস্তান ২ টি প্রতিবেশী দেশই ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদ জারি রেখেছে৷ ২ পক্ষই এইসব বিতর্কিত এলাকায় বিভিন্ন জিনিস তৈরি করার কাজে ব্যস্ত রয়েছে৷ জানা গেছে ইকনমিক করিডরের জন্য চিন -পাকিস্তান সীমান্তে রেললাইন তৈরির প্রস্তুতি সারছে৷ এই প্রজেক্ট নিয়ে একেবারেই খুশি নয় ভারত৷ চিনা সংবাদপত্রের মতে, চিন ও পাকিস্তানের রেলওয়ে প্রজেক্টে ৫০,৯৮০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷Photo -File
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
EXCLUSIVE: আক্রমণ শানাতে পারে ভারত, প্রচণ্ড ভয় পাচ্ছে চিন! দ্রুত তৈরি করছে নতুন ২টি এয়ারবেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল