TRENDING:

গ্রিন টপ থেকেই ভারতীয় সেনার উপরে নজরদারি, দখল ছাড়তে নারাজ চিন

Last Updated:
সোমবারই চিনের দিকে মলডোতে ভারত এবং চিনা সেনাবাহিনীর মধ্য কমান্ডার স্তরে পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে৷
advertisement
1/7
গ্রিন টপ থেকেই ভারতীয় সেনার উপরে নজরদারি, দখল ছাড়তে নারাজ চিন
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কমান্ডার স্তরের পঞ্চম দফার বৈঠকেও কাটল না জট৷ প্যাংগং লেকের কাছে গ্রিন টপ নামে একটি পাহাড় চূড়ো থেকে সেনা সরাতে এখনও রাজি নয় চিন৷ কৌশলগত ভাবে ওই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে ভারতীয় সেনার প্রায় সমস্ত গতিবিধির উপরেই নজর রাখতে পারছে চিনারা৷ আর সেই কারণেই ওই এলাকাটির দখলদারি ছাড়তে নারাজ তারা৷
advertisement
2/7
সোমবারই চিনের দিকে মলডোতে ভারত এবং চিনা সেনাবাহিনীর মধ্য কমান্ডার স্তরে পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে৷ কিন্তু বৈঠকে হাজির চিনা প্রতিনিধিরা গ্রিন টপ থেকে বাহিনী সরানো নিয়ে প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি৷
advertisement
3/7
প্যাংগং লেকের উত্তর দিকে প্রায় ৫০০০ মিটার উচ্চতায় ঝোপ ঝাড়ে ঘেরা একটি পাহাড় চূড়ো দখল করে রেখেছে চিনা বাহিনী৷ পূর্ব লাদাখে এখনও যেকটি জায়গার দখলদারি নিয়ে চিন এবং ভারতীয় সেনার মধ্যে মতবিরোধ রয়েছে, তার মধ্যে অন্যতম এই গ্রিন টপ৷
advertisement
4/7
নয়াদিল্লির আশা, বিদেশ মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মাধ্যমে কূটনৈতিক আলোচনায় গ্রিন টপ, গোগরার কাছে ১৭এ প্যাট্রলিং পয়েন্ট, ডেসপ্যাং-এর কাছে ১৩ নম্বর প্যাট্রলিং পয়েন্ট নিয়ে জটিলতা কাটতে পারে৷
advertisement
5/7
চিন মুখে শান্তি ফেরানোর কথা বললেও এপ্রিল মাসে দখল করা জায়গাগুলি থেকে বাহিনীকে পিছিয়ে নেওয়ার বিষয় তারা কতটা আন্তরিক, তা নিয়ে সন্দিহান নয়াদিল্লি৷ ভারত সরকারের এক শীর্ষ আমলা বলেন, 'চিন এখনও দখলদারি চালিয়ে যাওয়ায় হয়তো আলোচনার প্রক্রিয়া ভেস্তে যায়নি৷ কিন্তু তাদের এই মনোভাব নিঃসন্দেহে আস্থা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷' ভারত মনে করে, ফের সংঘাত এড়াতেই দ্রুত আলোচনা শুরু করাই চিনের মূল উদ্দেশ্য ছিল৷
advertisement
6/7
গ্রিন টপ থেকে সহজেই প্যাংগং লেকের কাছে ধন সিং পোস্টের উপরে নজরদারি চালাতে পারছে চিনা সেনা৷ সেখান থেকেই প্যাংগং লেকের আশেপাশে মোতায়েন বাহিনীর জন্য ভারতীয় সেনার লজিস্টিক হাব রয়েছে৷ ফলে গ্রিন টপ দখল করে রাখলে ভারতীয় সেনার গতিবিধির উপরে নজরদারি চালানো সহজ হবে৷
advertisement
7/7
বৈঠকে চিনের সেনা আধিকারিকরা যুক্তি দেন, ভারত ওই অঞ্চলে পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা তৈরি করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা ভঙ্গ করেছে৷ তাই তাদের গ্রিন টপ দখল করে রাখাও যুক্তিযুক্ত৷ যদিও চিনের এই যুক্তি মানতে নারাজ ভারত৷ নয়াদিল্লির দাবি, পরিকাঠামো উন্নয়নে যে কাজই করা হচ্ছে, তা নিজেদের ভূখণ্ডেই করছে ভারত৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
গ্রিন টপ থেকেই ভারতীয় সেনার উপরে নজরদারি, দখল ছাড়তে নারাজ চিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল