TRENDING:

আবার সীমান্তে চিনের উস্কানি! দ্বিপাক্ষিক বোঝাপড়া মানছে না চিন তাই উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্র

Last Updated:
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফেরাতে দু’দেশের কমান্ডার স্তরের বৈঠক হচ্ছে৷ তার মধ্যেই চলল চিনের ফের আক্রমণ৷ যা নিয়ে রীতিমত কড়া প্রতিক্রিয়া ভারতের৷
advertisement
1/6
সীমান্তে উস্কানি! দ্বিপাক্ষিক চুক্তি মানছে না চিন তাই উপযুক্ত ব্যবস্থা কেন্দ্রের
▪️প্যাংগং লেকে স্থিতাবস্থা এককভাবে পাল্টানোর চেষ্টা আরও একবার দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মত ভারতের৷ এর আগে গালওয়ান উপত্যকায় চিনা সেনার হঠাৎ আক্রমণে প্রাণ গিয়েছে ২০জন ভারতীয় সেনা৷ সেই থেকেই দু দেশের মধ্যে শুরু হয়েছে কঠিন সময়৷
advertisement
2/6
▪️দুই দেশের সম্পর্কের উন্নতিতে কথা চলছিল৷ তবে সমস্ত কূটনৈতিক ও সামরিক বোঝাপড়া উলঙ্ঘন করে ফের একবার অগাস্টের ২৯-৩০ তারিখ সীমান্তে অশান্তির বাতাবরণ তৈরি করল চিন, যা কখনই মেনে নেওয়া যায় না৷ জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব৷
advertisement
3/6
▪️ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছিল, ২৯ অগাস্ট রাতে প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা৷ তাদের বাধা দেয় ভারতীয় সেনাবাহিনী৷ এরপরই জানানো হয় যে, আলোচনা অনুযায়ী শান্তি ও নিরাপত্তার ব্যাপারে আরও সজাগ হোক চিন৷
advertisement
4/6
▪️আরও একবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠক করেন বিশেদ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের সঙ্গে৷ সরকারি সূত্রের খবর, ভারত নিজের আগ্রাসী মনোভাব বজায় রেখেই এক্ষেত্রে এগোবে৷
advertisement
5/6
▪️এর পাশাপাশি ভারত ও চিনের ব্রিগেডয়ার পর্যায়ে বৈঠক হয় চুসুলে৷ তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলেই জানা গিয়েছে৷ ভারতীয় সেনা এবার নানা স্ট্যাটেজি মেনে প্যাংগং লেকের দক্ষিণ দিকে নিজেদের অবস্থান জড়ালো করছে বলেই জানা গিয়েছে৷ এর ফলে চিনা সেনার গতিবিধি খুব ভাল ভাবে নজরে রাখতে পারবে তারা৷
advertisement
6/6
▪️অন্য কোনও দেশের এক ইঞ্চি জমিও কখনও দখল করেনি চিন৷ চিনা সেনারও অন্য দেশের ভূখণ্ডে অনুপ্রবেশের প্রশ্ন ওঠে না৷ লাদাখে নতুন করে উত্তেজনা ছড়ানোর পরিপ্রেক্ষিতে এমনই দাবি করেছে বেজিং৷ একই সঙ্গে অবশ্য সুর নরম করে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, ভুল বোঝাবুঝি থেকেই সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে থাকতে পারে৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
আবার সীমান্তে চিনের উস্কানি! দ্বিপাক্ষিক বোঝাপড়া মানছে না চিন তাই উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল