বছরের প্রথমদিন শিশু জন্মে বিশ্ব রেকর্ড ভারতের ! সংখ্যাটা ৭০ হাজার
Last Updated:
advertisement
1/5

বছরের শুরুতেই রেকর্ড ৷ শিশু জন্মের নিরিখে এই রেকর্ড গড়ল ভারত ৷ অন্যান্য দেশের থেকে যা অনেকটাই বেশি ৷ ২০১৯-এর প্রথমদিনে ৭০হাজার শিশুর জন্ম হল ভারতে ৷
advertisement
2/5
১লা জানুয়ারি ৩লক্ষ ৯৫হাজার শিশুর জন্ম হয়েছে বিশ্বজুড়ে ৷ যার মধ্যে প্রথমস্থানে রয়েছে ভারত ৷ ১৮শতাংশ শিশুর জন্ম হয়েছে এখানে ৷ এরপরই শিশু জন্মের নিরিখে রয়েছে চিন,পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৷
advertisement
3/5
ভারতে মোট ৬৯হাজার ৯৪৪ শিশুর জন্ম হয়েছে ১লা জানুয়ারি ৷ চিনে ৪৪হাজার ৯৪০টি শিশুর জন্ম হয়েছে ৷ এরপরই রয়েছে নাইজেরিয়া ৷ ২৫ হাজার ৬৮৫টি শিশু জন্মেছে সেখানে ৷ পাকিস্তানে জন্মেছে ১৫হাজার ১১২টি শিশু ৷ ইন্দোনেশিয়ায় ১৩হাজার ২৫৬টি শিশুর জন্ম হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে ১১ হাজার ০৮৬টি শিশু ৷ আর বাংলাদেশে বছরের প্রথমদিনে শিশু জন্মের সংখ্যা ৮হাজার ৪২৮৷
advertisement
4/5
শিশু জন্মের এই তথ্য প্রকাশ করেছে UNICEF ৷ UNICEF-র পক্ষ থেকে ডঃ ইয়াসমিন আলি হক জানিয়েছেন যে প্রতিটি শিশুই যেন বাঁচার আধিকার পায় ৷
advertisement
5/5
শিশুর জন্ম নিঃসন্দেহে সুখবর ৷ কিন্তু যেভাবে জন বিস্ফোরণ ঘটছে দেশে, তারপরও জন্মের সংখ্যার নিরিখে এতটা এগিয়ে থাকা যে খুব একটা সুখকর নয়, তা বলাই বাহুল্য ৷