Howrah News: মেঘ-রোদের খেলার মাঝে বৃষ্টি কি নামবে? সপ্তাহের শুরুতেই নিম্নচাপের আভাস! আবহাওয়ার আপডেট
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
রবিবার মানেই ছুটির সকাল অথবা জরুরী কোনও কাজ বেরিয়ে পড়া সারাদিন আবহাওয়া কেমন থাকছে নজর সেই দিকে। রবিবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও হতে পারে হালকা মাঝারি বৃষ্টি।
advertisement
1/6

রবিবার মানেই ছুটির সকাল৷ সপ্তাহের শেষে তাই পরিবারকে সঙ্গে নিয়ে আশপাশে কোথাও বেড়িয়ে আসার ভাবনা রয়েছে অনেকের৷
advertisement
2/6
ছুটির দিন একটু হালকা আমেজে কাটে বেশিরভাগ সকলের৷ কিন্তু যে কোনও পরিকল্পনার আগেই জেনে নেওয়া প্রয়োজন হাওড়া জেলায় আকাশের অবস্থা কেমন থাকবে৷
advertisement
3/6
বৃষ্টি নাকি রোদ? রবিবার আকাশের অবস্থা কেমন থাকবে? ছাতার কাজ হবে রোদ থেকে বাঁচানো নাকি বৃষ্টি থেকে রক্ষা?
advertisement
4/6
রবিবার সকালেই হালকা মেঘ রোদ্দুরের দেখা মিলল। তবে সারাদিন প্রায় মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।
advertisement
5/6
তবে কোথাও দু- এক পশলা হালকা মাঝারি বৃষ্টির হবার সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বলেই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
6/6
তবে আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা। রবিবার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রী থেকে ৩৩ ডিগ্রি আশেপাশে।