Howrah Weather Update|| ফের শীতের দাপট! আজ পারদ ঊর্ধ্বমুখী হাওড়ায়, সপ্তাহান্ত কেমন কাটবে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Howrah Weather Forecast: ঘুরেফিরে আবারও শীতের দাপট! আজ শুক্রবার উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী, তবে আগামী রবিবার থেকে বেশ খানিকটা নামবে উষ্ণতার পারদ...
advertisement
1/5

*ঘুরেফিরে আবারও শীতের দাপট! আজ শুক্রবার উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী। তবে আগামী রবিবার থেকে বেশ খানিকটা নামবে উষ্ণতার পারদ। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। প্রতীকী ছবি।
advertisement
2/5
*নতুন বছরের শুরু থেকেই শীতের দাপটে রীতিমতো কাবু জেলাবাসী। গত প্রায় ১৫ দিনে শুক্রবার উষ্ণতম দিন। শুক্রবার উষ্ণতা সর্বনিম্ন ১৪-১৫ ডিগ্রি। ২৮-২৯ ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। প্রতীকী ছবি।
advertisement
3/5
*আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার শীত কিছুটা কম থাকবে বলেই জানা গিয়েছে। তবে আবারও রবিবার থেকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস। প্রতীকী ছবি।
advertisement
4/5
*এ দিন আংশিক মেঘলা আকাশ। সকালে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদ্দুরে বাড়তে পারে অস্বস্তি। এ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রতীকী ছবি।
advertisement
5/5
*তবে দিন শেষে বাড়বে ঠান্ডা। দক্ষিণ-পশ্চিম ঝঞ্ঝার কারণে সকাল-সন্ধ্যা শীতের আমেজ থাকলেও সারাদিন সেভাবে শীত থাকছে না। শুক্রবার সকালে কুয়াশা। এ দিন কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেশি থাকলেও সকাল থেকে বইছে হালকা হাওয়া। প্রতীকী ছবি।