TRENDING:

Howrah News: গামার কাঠের 'ব্ল্যাক' মুখোশ! কুচকুচে কালো রঙ ও উজ্জ্বলতা শোভা বাড়ায় বাড়ির অন্দরের, মাত্র ৪০০ টাকা থেকে মিলছে হাওড়া সৃষ্টিশ্রী মেলায়

Last Updated:
Howrah Srishtishree Mela 2026: এবার উলুবেড়িয়া সৃষ্টিশ্রী মেলায় অন্যতম আকর্ষণ দিনাজপুরের গামার কাঠের ব্ল্যাক মুখোশ ও মূর্তি। এর কুচকুচে কালো ও উজ্জ্বলতা ক্রেতাদের দারুন ভাবে আকৃষ্ট করছে। দাম ৪০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত।
advertisement
1/5
গামার কাঠের 'ব্ল্যাক' মুখোশ! কুচকুচে কালো রঙ ও উজ্জ্বলতা শোভা বাড়ায় বাড়ির অন্দরের
গামার কাঠের ব্ল্যাক মুখোশ! বাংলার মুখোশ শিল্প একটি ঐতিহ্যময় শিল্প। লোকনৃত্যর মতো বিভিন্ন ক্ষেত্রে মুখোশ প্রয়োজনীয় হলেও ঘর অলংকৃত করতে বাজারে দারুণ চাহিদা মাটি, কাগজ, বাঁশ, কাপড় ও কাঠের তৈরি মুখোশের। সেই রকমই গামার কাঠের ব্ল্যাক মুখোশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বর্তমান সময়ে বাঁশ কাগজ ও মাটির মুখোশ প্রচুর পাওয়া যায়। যেগুলি প্রায় সর্বত্রই পাওয়া যায়। সেই দিক থেকে কাঠের মুখোশ খুব সাধারণ বিষয় হলেও সর্বত্র মেলা ভার। এবার উলুবেড়িয়া সৃষ্টিশ্রী মেলায় অন্যতম আকর্ষণ ব্ল্যাক মুখোশ বা কালো মুখোশ।
advertisement
3/5
এই কালো মুখোশই মানুষকে বা ক্রেতাদের দারুন ভাবে আকৃষ্ট করছে। উলুবেড়িয়া সৃষ্টিশ্রী মেলায় এবার দিনাজপুরের গামার কাঠের কালো মুখোশ বা ব্ল্যাক মুখোশ বিক্রি হচ্ছে। এমন মুখোশ অনেকেই প্রথম দেখছেন, তাদের কথায় এই জিনিস বেশ আকর্ষণীয়।
advertisement
4/5
আরও আকর্ষণীয় বিষয় হল কাল্পনিক মুখোশের সঙ্গে রয়েছে শিব কালী দুর্গা বিভিন্ন দেব-দেবীর সঙ্গে মহিষাসুরের মুখোশ। এছাড়াও রয়েছে বিভিন্ন মডেল, যা ভীষণভাবে আকৃষ্ট করছে মানুষকে।
advertisement
5/5
কুচকুচে কালো, তবে এর উজ্জ্বলতা অন্য মাত্রায় যে কারণে মেলায় আসা প্রায় সকল মানুষকে আকৃষ্ট করছে এই জিনিস। ৪০০-৫০০ টাকা থেকে ৩০০০-৪০০০ হাজার টাকা পর্যন্ত। এবার উলুবেড়িয়া সৃষ্টিশ্রী মেলায় অন্যতম আকর্ষণ দিনাজপুরের গামার কাঠের ব্ল্যাক মুখোশ বা মূর্তি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/হাওড়া/
Howrah News: গামার কাঠের 'ব্ল্যাক' মুখোশ! কুচকুচে কালো রঙ ও উজ্জ্বলতা শোভা বাড়ায় বাড়ির অন্দরের, মাত্র ৪০০ টাকা থেকে মিলছে হাওড়া সৃষ্টিশ্রী মেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল