TRENDING:

Saraswati Puja Carnival: সরস্বতী পুজোতেও কার্নিভাল! জমজমাট হুগলির চুঁচুড়া

Last Updated:
সরস্বতীর ভাসান দেখার জন্য স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতন। রাস্তার দু'ধারে বহু মানুষের জমায়েত হয় এই দিন সন্ধ্যায় সরস্বতীর নিরঞ্জন দেখতে।
advertisement
1/6
সরস্বতী পুজোতেও কার্নিভাল! জমজমাট হুগলির চুঁচুড়া
কার্নিভালের আকারে হয়ে আসছে হুগলির চুঁচুড়ার ঐতিহ্যবাহী সরস্বতী শোভাযাত্রা। মূলত শিল্পীদের কাজের পরিসরের অগ্রগতি ঘটানোর জন্যই এই প্রয়াস বলে জানিয়েছেন সেখানকার মানুষজন।
advertisement
2/6
সরস্বতীর শোভাযাত্রা দেখার জন্য বহু মানুষের ভিড় জমে রাস্তার দু'ধারে। উৎসবে মাতোয়ারা বাঙালি সরস্বতী পূজার শোভাযাত্রা দেখতে গেলে আসতে হবে হুগলির সদর শহর চুঁচুড়া
advertisement
3/6
মোবাইল ইন্টারনেটের যুগে খানিকটা পিছিয়ে পড়েছে চুঁচুড়ার ঐতিহ্যপূর্ণ সরস্বতী শোভাযাত্রা। আগে একটা সময় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করত পঞ্চাশের বেশি পুজো উদ্যোক্তারা। বর্তমানে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে কুড়িটিতে।
advertisement
4/6
এই বছর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে মাত্র কুড়িটি পূজো উদ্যোক্তা। তবে সরস্বতীর ভাসান দেখার জন্য স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতন। রাস্তার দু'ধারে বহু মানুষের জমায়েত হয় এই দিন সন্ধ্যায় সরস্বতীর ভাসান দেখতে।
advertisement
5/6
প্রত্যেকটি পুজো উদ্যোক্তা সুসজ্জিত ট্যাবলো ও আলোকসজ্জা নিয়ে রাস্তায় বের হয়। সন্ধ্যে থেকে শুরু করে মধ্যরাত্তির পর্যন্ত চলে শোভাযাত্রা প্রতিযোগিতার অনুষ্ঠান।
advertisement
6/6
তবে জেলার মধ্যে এবারে সবথেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে হুগলির কোন্নগরে। প্রায় ২১ ফুটের সু বিশাল প্রতিমা দেখার জন্য কোন্নগর শ্রীপল্লীর পুজো দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
বাংলা খবর/ছবি/হুগলি/
Saraswati Puja Carnival: সরস্বতী পুজোতেও কার্নিভাল! জমজমাট হুগলির চুঁচুড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল