TRENDING:

Jagadhatri Puja 2023: বিশ্বসেরা শোভাযাত্রা! আলোর শহর চন্দননগরে পুজোর শেষদিনের ভিড় কত? শুনলে চমকে যাবেন!

Last Updated:
কারণ একমাত্র চন্দননগরেই ইলেকট্রনিক্স ও মেকানিক্সের সংমিশ্রনে তৈরি হয় আলো।
advertisement
1/6
বিশ্বসেরা শোভাযাত্রা! আলোর শহর চন্দননগরে পুজোর শেষদিনের ভিড় কত? শুনলে চমকে যাবে
কথায় আছে বাঙালি আজ যা ভাবে দেশ ভাবে তা পরশু। আর চন্দননগর আলো নিয়ে যা ভাবে তা এক বছর পরে দেখতে পায় গোটা দেশ। আলোর শহর চন্দননগরের সবথেকে বড় আলোর খেলা হয় জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিন।
advertisement
2/6
দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন চন্দননগরের বিশেষ আলো দেখার জন্য। কারণ একমাত্র চন্দননগরেই ইলেকট্রনিক্স ও মেকানিক্সের সংমিশ্রনে তৈরি হয় আলো কারিগরি।
advertisement
3/6
বড় বড় লরিতে পরিণত হয় মেকাট্রনিক ট্যাবলো তে। কোথাও দেখা যায় আলোর মধ্যে ফুটে উঠেছে বিভিন্ন পশু পাখি জীবজন্তু আবার কোথাও দেখা যায় আলোর দিয়ে তৈরি হয়েছে বর্ণ পরিচয় এর গল্প।
advertisement
4/6
আলোর বিভিন্ন ট্যাবলো তৈরি করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বারোয়ারি পূজা গুলি। যে আলোর খেলা দেখার জন্য জেলা তথা জেলার বাইরে থেকে প্রচুর মানুষ আসেন চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন শোভাযাত্রা দেখার জন্য।
advertisement
5/6
প্রথমবার জলের নিচে আরও জ্বলতে দেখেছে মানুষ তাও চন্দননগরের আলোক শিল্পীদের হাতেই তৈরি। চন্দননগরের আলো ছড়িয়ে রয়েছে দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও। আর জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সমস্ত ঘরের আলো ফিরে আসে ঘরে।
advertisement
6/6
আলো দিয়ে যে থিম তৈরি করা যায় তাও জনসমক্ষে নিয়ে এসেছে চন্দননগরের আলোক শিল্পীরা। চলমান আলো তৈরি হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সংমিশ্রণে।
বাংলা খবর/ছবি/হুগলি/
Jagadhatri Puja 2023: বিশ্বসেরা শোভাযাত্রা! আলোর শহর চন্দননগরে পুজোর শেষদিনের ভিড় কত? শুনলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল