Hooghly news: কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
স্বামী বিবেকানন্দের জন্ম দিবসকে জাতীয় যুব দিবস পালন করা হয় গোটা দেশে। আর সেই উপলক্ষে হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন সাড়ম্বরে পালন করছেন এই দিনটা
advertisement
1/6

স্বামী বিবেকানন্দের জন্ম দিবসকে জাতীয় যুব দিবস পালন করা হয় গোটা দেশে। আর সেই উপলক্ষে হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন সাড়ম্বরে পালন করছেন এই দিনটা
advertisement
2/6
সকাল থেকেই এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে কামারপুকুর মিশন থেকে গোটা কামারপুকুর এলাকা জুড়ে এক বিশেষ ও সুদৃশ্য, সুসজ্জিত ও সুশৃংখল ভাবে একটি শোভাযাত্রার আয়োজন
advertisement
3/6
শোভাযাত্রায় মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী ছিলেন। এছাড়াও হাজির ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ
advertisement
4/6
এলাকার ১৩ টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রীরা হাজির ছিলেন। কামারপুকুর মঠ থেকে গোটা এলাকা প্রদক্ষিণ করে
advertisement
5/6
ছাত্র ছাত্রীরা এই শোভাযাত্রায় রামকৃষ্ণ,মা সারদা ও বিবেকানন্দের রূপ সেজে এলাকা প্রদক্ষিন করেন
advertisement
6/6
সব মিলিয়ে এক সুদৃশ্য শোভা যাত্রার আয়োজন এলাকা কে অন্য রূপ এনে দেয়