এই একটিমাত্র খাবারই আছে যা রান্না করতে নুন লাগে না, জানতেন? আজ জানুন তাহলে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নোনা ইলিশেে লবণের পরিমাণ বেশি থাকে যার ফলে রান্নার সময় লবণ দেওয়ার প্রয়োজন হয় না৷ নুন ছাড়াই রান্না করা যায়।
advertisement
1/6

খাবারের স্বাদ বাড়াতে আমরা সবাই বাড়িতে লবণ ব্যবহার করি।
advertisement
2/6
খাবারে লবণের উপস্থিতি এর স্বাদ বাড়ায়। এর মাধ্যমে শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্লোরাইড ও সোডিয়াম সরবরাহ হয়।
advertisement
3/6
লবণ বেশি মাত্রায় খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কাঁচা নুন এড়িয়ে চলা উচিৎ।
advertisement
4/6
চিনি ছাড়া তাও রান্না হয়, কিন্তু নুন ছাড়া রান্না কিন্তু ভাবা যায় না৷ মিষ্টি জাতীয় পদ ছাড়া বাকি সবকিছুতেই কিন্ত নুন লাগে৷ তবে একটি পদ আছে, যা নুন ছাড়াও রান্না হতে পারে৷
advertisement
5/6
নোনা ইলিশেে লবণের পরিমাণ বেশি থাকে যার ফলে রান্নার সময় লবণ দেওয়ার প্রয়োজন হয় না৷ নুন ছাড়াই রান্না করা যায়।
advertisement
6/6
ইলিশ সংরক্ষণের অন্যতম উপায় হলো এই নোনা ইলিশ। এর যে কোনও পদ খেতেও দারুণ সুস্বাদু লাগে। তবে এই ইলিশে লবণ বেশি থাকায় সতর্কভাবে রান্না করতে হয়।