Unknown Facts: জিলিপি ও অমৃতির মধ্যে পার্থক্য কী? ৯৯ শতাংশই ডাহা ফেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Unknown Facts: জিলিপি ময়দা দিয়ে তৈরি করা হয় আর অমৃতি তৈরি করা হয় ডাল দিয়ে ।
advertisement
1/5

রবিবারের সকালে কচুরি-আলুরদম সঙ্গে জিলিপি কিংবা রাবড়ির সঙ্গে ডুবিয়ে জিলিপি... আহা! এ যেন অমৃত
advertisement
2/5
কখনও ভেবে দেখেছেন জিলিপি আর অমৃতির পার্থক্য কী
advertisement
3/5
জিলিপি তৈরি করতে ময়দা ব্যবহার করা হয়। প্রথমে ময়দা গুলে তাতে মুচমুচে করার জন্য চালের গুঁড়ো ও দেওয়া যেতে পারে। অনেকে অল্প টক দই আর সামান্য খাবার সোডা মেলায়। একটা ব্যাটার করে (খুব পাতলা বা খুব ঘন ব্যাটার নয় - মাঝামাঝি) করে সাদা গরম তেলে জিলিপির আকারে ভেজে অল্প গরম এক তারের রসে ফেলে কিছুক্ষণ পরে তুলে নিতে হবে।
advertisement
4/5
অমৃতি বিউলি বা কলাই ডাল বেটে ঘন ব্যাটার করে ফুলের আকারে গরম তেলে ভেজে রসে ফেলতে হয়।
advertisement
5/5
মূল পার্থক্য জিলিপি ময়দা দিয়ে তৈরি করা হয় আর অমৃতি ডাল দিয়ে তৈরি করা হয়। আকৃতিতেও পার্থক্য আছে।