নরমে-গরমে কাবাব প্রেম
Last Updated:
প্রেমে গলে যাওয়া মন আর মুখে গলে যাওয়া কাবাবকে মাথায় রেখেই প্রেমের সপ্তাহে ‘মারুফাজ দাওয়াত-ই-মুঘলাই’ আয়োজন করেছে কাবাব ফেস্টিভ্যালের ৷ চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৷ লোভনীয় এই ‘মাটন প্যায়ারে কাবাব’-এর স্বাদ নিতে আসুন প্যায়ারের মানুষের সঙ্গে ৷
advertisement
1/7

‘কাবাব’, শুনলেই মনে পড়ে ধোঁয়া ওঠা মশলা মাখানো নরম তুলতুলে মাংসের টুকরো ৷ দেখলেই জিভে জল আর মুখে দিলেই মিলিয়ে গিয়ে রেখে যায় স্বর্গীয় তৃপ্তি ৷ প্রেমে পড়লে যেমনভাবে মনটা গলে যায়, ঠিক তেমনভাবেই এই ‘টার্কি কাবাব’ মুখে দিলেই গলে যাবে আপনার মন ৷
advertisement
2/7
প্রেমে গলে যাওয়া মন আর মুখে গলে যাওয়া কাবাবকে মাথায় রেখেই প্রেমের সপ্তাহে ‘মারুফাজ দাওয়াত-ই-মুঘলাই’ আয়োজন করেছে কাবাব ফেস্টিভ্যালের ৷ চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৷ লোভনীয় এই ‘মাটন প্যায়ারে কাবাব’-এর স্বাদ নিতে আসুন প্যায়ারের মানুষের সঙ্গে ৷
advertisement
3/7
ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে কাটানো মুহূর্তে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মানেই ‘কাবাবে হাড্ডি’ ৷ আর তাতেই শেষ কাবাব রসনা ৷ তাই একান্ত মুহূর্তে প্রেমিক বা প্রেমিকার মুখে তুলে দিন হাড় ছাড়া মোলায়েম চিজে মোড়া চিকেনের টুকরো ৷
advertisement
4/7
প্রেমের দিন উদযাপনে শুধু চিকেন আর মাটন কাবাবই খাবেন কেন! একবার চেখে দেখুন ‘প্রন কাবাব’ ৷ হরেক রকমের কাবাব টেস্ট করতে দু’জনের জন্য ট্যাক্স-সহ খরচ পড়বে মাত্র ৮০০ টাকা ৷ মানে একেবারে পকেট-সহ খরচে রসনা তৃপ্তি ৷
advertisement
5/7
ভ্যালেন্টাইন্স ডে-তে এবার প্ল্যান করুন অন্যকরম ৷ একেবারে ছক ভাঙা ৷ এরকমই ছক ভাঙা মারুফাজের মেনু ৷ এখানে পাবেন অসাধারণ স্বাদের ‘মাশরুম মোতি কাবাব’ ৷ প্রেমিকার মন ভোলাতে এর চেয়ে ভালো ‘মোতি’ আর কোথাও পাবেন না ৷
advertisement
6/7
চিকেন, মাটনের কাবাব তো অনেক হল ৷ এবার সময় নতুন কিছু খাওয়ার ৷ জিভের স্বাদ পাল্টাতে ‘এমু কাবাব’-এর চেয়ে কি ভালো কিছু পাবেন ? মারুফাজের কাবাব ফেস্টিভ্যালে পাতে পড়ুক ‘এমু কাবাব’ ৷
advertisement
7/7
কোয়েল পাখির তুলতুলে মাংসে যখন মেশে মারুফাজের স্পেশ্যাল মশলা, তৈরি হয় ‘কোয়েল তন্দুর’ ৷ চেখে দেখলে ভুলে যাবেন গতে বাঁধা চিকেন তন্দুরির স্বাদ ৷