TRENDING:

Ramzan 2020| পবিত্র রমজান, নিজামের শহরে এই প্রথম মেনুতে নেই হালিম!

Last Updated:
হায়দরাবাদের অতি প্রসিদ্ধ পিস্তা হাউসের হালিম৷ সেই পিস্তা হাউসের মালিক এমএ মজিদের কথায়, 'এটা আমাদের সবার মিলিত সিদ্ধান্ত৷ করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে হালিম ও বিরিয়ানি গুরুত্বপূর্ণ নয়৷ তা ছাড়া রাঁধুনিদেরও ঝুঁকি, কাস্টমারেরও৷ তাই এ বছর হালিম তৈরি করা হবে না৷'
advertisement
1/5
Ramzan 2020| পবিত্র রমজান, নিজামের শহরে এই প্রথম মেনুতে নেই হালিম!
করোনা ভাইরাসের জেরে এ বছর পবিত্র রমজানের খাওয়াদাওয়াই বিস্তর ভাঁটা পড়েছে৷ ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান মাস৷ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই মাসটি বড় পবিত্র৷ আত্ম সংযমের মাধ্যমে আল্লাহর করুণা প্রাপ্তির মাস৷ রমজান মাস মানেই সুস্বাদু হালিম৷ বিশেষ করে হায়দরাবাদের হালিম৷ যার খ্যাতি বিশ্বজোড়া৷
advertisement
2/5
এই প্রথম হায়দরাবাদে কোনও রেস্তোরাঁয় মিলবে না হালিম৷ সোমবার রাতে হায়দরাবাদ হালিম মেকার্স অ্যাসোসিয়েশন একটি সিদ্ধান্ত নেয়৷ এ বছর রোজার ভাঙার খাদ্য তালিকায় কোনও রেস্তোরাঁর মেনুতে হালিম থাকবে না৷
advertisement
3/5
হায়দরাবাদের অতি প্রসিদ্ধ পিস্তা হাউসের হালিম৷ সেই পিস্তা হাউসের মালিক এমএ মজিদের কথায়, 'এটা আমাদের সবার মিলিত সিদ্ধান্ত৷ করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে হালিম ও বিরিয়ানি গুরুত্বপূর্ণ নয়৷ তা ছাড়া রাঁধুনিদেরও ঝুঁকি, কাস্টমারেরও৷ তাই এ বছর হালিম তৈরি করা হবে না৷'
advertisement
4/5
হালিমের জন্য পিস্তা হাউস GI ট্যাগও পেয়ে গিয়েছে কয়েক বছর আগে৷ তারা জানিয়েছে, আগামী বছর রমজানে হালিম তৈরি করবে৷ হায়দরাবাদ ও সেকেন্দরাবাদে প্রায় ৬ হাজার রেস্তোরাঁ রমজান মাসে হালিম তৈরি করে৷
advertisement
5/5
কয়েক দিন আগেও বেশি কিছু রেস্তোরাঁ অনলাইনে খাবার ডেলিভারি দিচ্ছিল৷ কিন্তু তেলঙ্গানা সরকার ফুড ডেলিভারিতে নিষেধাজ্ঞা জারি করেছে৷
বাংলা খবর/ছবি/রেসিপি/
Ramzan 2020| পবিত্র রমজান, নিজামের শহরে এই প্রথম মেনুতে নেই হালিম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল