TRENDING:

বড় দিনের ভুরিভোজ নিয়ে হাজির 'চাওম্যান' ! দেখে নিন কি কি থাকছে মেনুতে !

Last Updated:
রসনা তৃপ্ত করতে হাজির 'চাওম্যান'।
advertisement
1/9
বড় দিনের ভুরিভোজ নিয়ে হাজির 'চাওম্যান' ! দেখে নিন কি কি থাকছে মেনুতে !
লেপ-কম্বলের দিন হাজির। তিলতোমায় এখনো জাঁকিয়ে ঠান্ডা পড়েনি ঠিকই তবে মৃদু শীতের আমেজ রয়েছে। শীত মানেই বিয়ে বাড়ি, বড় দিনের ছুটি, কেক, পেস্ট্রি, কব্জি ডুবিয়ে ভুরি ভোজ। ভিড় করে গেট টুগেদার সম্ভব নয় এই বছর। কিন্তু ভোজে তো হতেই পারে। রসনা তৃপ্ত করতে হাজির 'চাওম্যান'।
advertisement
2/9
তাঁদের ক্রিসমাস স্পেশ্যাল মেনুতে থাকছে লা জবাব সব পদ। ল্যাম রোল ইন সোয়া সস, ট্রাই করে দেখতে পারেন। অথেন্টিক চাইনিজের সঙ্গে করা হয়েছে একটু পরীক্ষা নিরীক্ষা।
advertisement
3/9
ওক টসড ক্যাবেজ উইথ মিন্সড পরক ইন ওয়েস্টার সস, পরক যাঁরা পছন্দ করেন তাঁদের নিঃসন্দেহে ভালো লাগবে।
advertisement
4/9
আপনি যদি মাছের নানা রকম পদ খেতে ভালবাসেন, তাহলে অবশ্যই ট্রাই করুন বারবিকিউ স্মোকড ফিশ।
advertisement
5/9
সি ফিশের অপশনও রয়েছে। সে ক্ষেত্রে প্র্ন হরগাও খেয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না।
advertisement
6/9
একেবারে স্বাদ বদল করতে চাইলে ব্যাক ফাংগাস অ্যন্ড মাশরুম ইন চিলি সোয়া সস
advertisement
7/9
কিংবা ক্রিসপি ফ্রায়েড ক্র্যাব ওয়ান্টন ট্রাই করতে পারেন।
advertisement
8/9
কিংবা পরিচিত রেসিপি যদি আপনার পছন্দ হয়, সে আয়োজনও রয়েছে। কলকাতা স্টাইল চিলি চিকেন।
advertisement
9/9
অথবা ক্লেপট ব্রেইসেড চিকেন উইথ মাশরুম, ট্রাই করতে পারেন।
বাংলা খবর/ছবি/রেসিপি/
বড় দিনের ভুরিভোজ নিয়ে হাজির 'চাওম্যান' ! দেখে নিন কি কি থাকছে মেনুতে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল