advertisement
1/5

জমিয়ে ঠান্ডা শহরে ৷ তার ওপর পরের সপ্তাহেই বড়দিন ৷ আর বড়দিন মানেই দেদার খানাপিনা, দেদার আড্ডা৷ সুস্বাদু টার্কি থেকে জিভে জল আনা কেক পেস্ট্রি ৷ এসব না হলে কী আর বড়দিন জমে ৷ তা এবারে বড়দিনে যাবেন কোথায় ? কোথায় পাবেন জিভে জল আনা খানা ? তারই রইল হদিশ...
advertisement
2/5
শহরের বুকে এবার ‘০৩৩’ ! ভাবছেন এটা তো কলকাতার এসটিডি কোড ৷ হ্যাঁ, এই নামেরই এক ক্যাফেতে এবার জমে উঠতে পারে আপনার বড়দিনের সন্ধে ৷ তা ‘০৩৩’ ঝুলিতে রয়েছে কী কী ?
advertisement
3/5
এই ক্যাফেতে পেয়ে যাবেন লেমন রাইসের সঙ্গে রসুন ও মাখনের ফ্লেভারে ডুবে থাকা টার্কি ৷ রয়েছে ফিঙ্গর চিপস, স্যালমন মাছে নানা সুস্বাদু রান্না ৷ এছাড়াও এই ক্যাফেতে মিলবে চিকেনের নানা সুস্বাদু রেসিপি ৷ চাখতে পারবেন নিজের ইচ্ছে মতো ৷
advertisement
4/5
পাত শেষে ডেসার্ট না হলে খাওয়াটাই যেন শেষ হয় না ৷ সেই ব্যবস্থাও রয়েছে এই ক্যাফেতে ৷ তবে এবারের বড়দিনের চমক কিন্তু কেড়ে নিয়েছে নলেন গুড়ের কেক ৷ টেস্ট করতে পারেন বাদাম মিল্ক শেক ! ভাবছেন যাবেন কীভাবে ? রইল ঠিকানা ৷
advertisement
5/5
যেতে হবে গড়িয়াহাটের গোলপার্কে ৷ সাউথ সিটি কলেজের ঠিক সামনেই ৷ ২ জনের জন্য খরচা পরবে ৫০০ টাকা (ট্যাক্স ব্যতিত)