TRENDING:

বক্স অফিসে ঝড় তুলেছিল তাঁর সিনেমা, কিন্তু ৩টি ছবির পরই বিদায় জানান বলিউডকে, এখন কী করছেন জায়রা?

Last Updated:
‘দঙ্গল’ ছবিতে জায়রার অভিনয় প্রশংসা কুড়োয় সমালোচক মহলে। কাশ্মীরি মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান আট থেকে আশি। জায়রার (Zaira Wasim) দ্বিতীয় ছবিও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।
advertisement
1/6
বক্স অফিসে ঝড় তুলেছিল তাঁর সিনেমা, কিন্তু ৩টি ছবির পরই বিদায় জানান বলিউডকে
বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি কোনটা? নিমেষের মধ্যে উত্তর আসবে ‘দঙ্গল’। ২০১৬ সালে আমির খান অভিনীত এই ছবি মুক্তি পায়। বক্স অফিসে ২ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর ৮ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও সেই রেকর্ড ভাঙতে পারেনি কোনও ছবি। দঙ্গল অভিনেত্রী জায়রা ওয়াসিম-ও রাতারাতি তারকা হয়ে যান। (Photo: Instagram@IMDB)
advertisement
2/6
‘দঙ্গল’ ছবিতে জায়রার অভিনয় প্রশংসা কুড়োয় সমালোচক মহলে। কাশ্মীরি মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান আট থেকে আশি। জায়রার দ্বিতীয় ছবিও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। কিন্তু তারপরই সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। (Photo: Instagram@IMDB)
advertisement
3/6
বলা যায়, ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে এক প্রকার সন্ন্যাস নেন জায়রা ওয়াসিম। মাত্র ৩টি সিনেমায় অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। কিন্তু তাতেই লাইমলাইট ঘুরিয়ে নিতে পেরেছিলেন নিজের দিকে। ২০০০ সালের ২৩ অক্টোবর জায়রার জন্ম। (Photo: Instagram@IMDB)
advertisement
4/6
বিশ্বব্যাপী ৯১২ কোটি টাকার ব্যবসা করেছিল ‘সিক্রেট সুপারস্টার’। পরপর দুটো ছবি হিট। জায়রার কাছে পরিচাল প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে। সবাই তাঁকে নিয়ে সিনেমা বানাতে চান। এরপর ২০১৯ সালে মুক্তি পায় জায়রার ‘দ্য স্কাই ইউ পিঙ্ক’। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর জায়রাও বলিউডকে বিদায় জানান। ফিরে যান পরিবারের কাছে কাশ্মীরে। (Photo: Instagram@IMDB)
advertisement
5/6
বর্তমানে জায়রা কাশ্মীরেই থাকেন। পরিবারের সঙ্গে একসাথে। ২০১৯ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। যদিও ভক্তরা এখনও জায়রার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। কিন্তু অভিনেত্রী আর সিনেমা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রূপালি পর্দাকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় জায়রা। (Photo: Instagram@IMDB)
advertisement
6/6
ইনস্টাগ্রাম কিংবা এক্সে মনের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। (Photo: Instagram@IMDB)
বাংলা খবর/ছবি/বিনোদন/
বক্স অফিসে ঝড় তুলেছিল তাঁর সিনেমা, কিন্তু ৩টি ছবির পরই বিদায় জানান বলিউডকে, এখন কী করছেন জায়রা?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল