Yash-Nusrat: সম্পর্কের কফিনে পেরেক! নুসরতের সঙ্গে উত্তাল প্রেম! এবার সুন্দরী নায়িকার থেকেও মন উঠল যশের
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Yash-Nusrat: 'আড়ি'র চুটিয়ে প্রচার করেছেন দু'জনে। কিন্তু কয়েক যেতেই সম্পর্কে সুর বদল।
advertisement
1/5

ইয়াশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের প্রেমের আখ্যানে ওঠাপড়ার যেন শেষ নেই। দিন কয়েক আগে তাঁদের ছবি 'আড়ি'র চুটিয়ে প্রচার করেছেন দু'জনে। কিন্তু কয়েক যেতেই সম্পর্কে সুর বদল। টলিপাড়ায় গুঞ্জন, নায়ক-নায়িকার সম্পর্কে চিড় ধরেছে। দূরত্ব বেড়েছে দুই মনের।
advertisement
2/5
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন যশ। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, 'শেষে তোমার পাশে শুধু তুমিই থাকো।' এখানেই শেষ নয়। দেখা যায়, ইনস্টাগ্রাম থেকেও নুসরতকে আনফলো করে দিয়েছন যশ।
advertisement
3/5
নুসরত যদিও যশকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেননি। তবু একতরফা অভিমানের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না অনুরাগীরা।
advertisement
4/5
নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে যশের সঙ্গে নতুন সংসার শুরু করেন নুসরত। সেই সময় বিতর্ক কম হয়নি। তারই মাঝে পুত্র ঈশানের জন্ম দেন নায়িকা।
advertisement
5/5
অতীতেও যশ-নুসরতের সম্পর্কে ভাঙনের গুঞ্জনে উত্তাল হয়েছিল টলিউড। সেসবকে উড়িয়ে যদিও নিজেদের শর্তে ভালবাসার উদযাপন করেছেন তাঁরা। তবে কি এবারও নিছক জল্পনা? নাকি তার থেকে বেশি কিছু? উত্তর দেবে সময়।