Shahrukh Khan Son : শাহরুখ খানের ছোট ছেলের জন্ম দেননি গৌরি! আব্রামের মা তা হলে কে? অনেকেই জানেন না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan Son Abram- একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আব্রামের মা এদেশের কেউ নন। তিনি অন্য কোনও দেশের মানুষ। তবে এই নিয়ে শাহরুখ বা গৌরি কখনও মুখ খোলেননি। আব্রামের মায়ের পরিচয় নিয়ে একটি কথাও বলতে চান কিং খান ও গৌরি।
advertisement
1/7

শাহরুখ খানের নয়নের মণি সে। কিং খান যেন ছোট ছেলেকে চোখে হারান! শাহরুখ বহুবার জানিয়েছেন, বাড়িতে থাকলে তাঁর কাজ আব্রামের সঙ্গে খেলা, তার সঙ্গে সময় কাটানো। আর সেটা কিং খান অনেকবার বলেছেন। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ানের ভিডিও ভাইরাল হয়েছে। তবে আজকাল শাহরুখের ছোট ছেলে আব্রামকে তেমন দেখা যাচ্ছে না।
advertisement
2/7
বড় ছেলে আরিয়ান ও সুহানার প্রতিও শাহরুখের সমান ভালবাসা। তবে আব্রাম বাড়ির সব থেকে ছোট্ট সদস্য। তাই তাঁর প্রতি গোটা পরিবারের ভালবাসা যেন একচু বেশিই! কেকেআরের ম্যাচ দেখতে একাধিকবার এসেছে আব্রাম। বাবার পাশেই দেখা যায় তাকে। আর শাহরুখ বরাবর আব্রামকে চোখে হারান যেন!
advertisement
3/7
অনেকেই জানেন না, শাহরুখের ছোট ছেলে আব্রামকে কিন্তু গৌরি জন্ম দেননি। এখন প্রশ্ন হল, তা হলে আব্রামের মা কে! শাহরুখের অন্য দুই ছেলে-মেয়ে আরিয়ান ও সুহানার থেকে বয়সে অনেকটাই ছোট আব্রাম।
advertisement
4/7
আব্রামের জন্ম হয় সারোগেসি পদ্ধতিতে। এই পদ্ধতিতে জন্ম নেওয়া বাচ্চার মায়ের পরিচয় দেওয়া যায় না। তা আইনত নিষিদ্ধ। তবে আব্রামের মা কে, তা নিয়ে নানারকম রটনা রয়েছে। অনেকে অনেক রকম দাবি করেন।
advertisement
5/7
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আব্রামের মা এদেশের কেউ নন। তিনি অন্য কোনও দেশের মানুষ। তবে এই নিয়ে শাহরুখ বা গৌরি কখনও মুখ খোলেননি। আব্রামের মায়ের পরিচয় নিয়ে একটি কথাও বলতে চান কিং খান ও গৌরি।
advertisement
6/7
অনেকে বলেন, গৌরি তাঁর নিজের বোনের ছেলেকে আপন করে নিয়েছেন। তাই আব্রামের জন্মের আগে শাহরুখ বা গৌরি, কেউই মুখ খোলেননি কখনও। তবে এই দাবি কতটা সত্যি তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে।
advertisement
7/7
আব্রামের মা কে, তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে এই নিয়ে কিং খান মুখ না খুললে কিন্তু আসল খবর পাওয়া মুশকিল। বাকি যা রটছে তার বেশিরভাগটাই আন্দাজের বশে। সবটাই জল্পনা। ফলে কোনটা যে বিশ্বাসযোগ্য তা বলা কঠিন।