TRENDING:

ধর্মেন্দ্রর ড্রিমগার্ল, চোখের তারা স্ত্রী হেমা, প্রেম, সাপোর্ট সিস্টেম, তুমুল বোঝাপড়া, ভালবাসার হিম্যান ধর্মেন্দ্রর প্রেমের সম্পূর্ণ ইতিবৃত্ত

Last Updated:
হেমা জানান, এষা এবং আহানার জন্মের সময় একটি গোটা হাসপাতালই স্ত্রীর নামে বুকিং করে নেন ধর্মেন্দ্র।
advertisement
1/6
ধর্মেন্দ্রর ড্রিমগার্ল, চোখের তারা স্ত্রী হেমা, ধর্মেন্দ্রর প্রেমের সম্পূর্ণ ইতিবৃত্ত
হেমা মালিনি ও ধর্মেন্দ্রর সম্পর্ক এবং তাঁদের বিয়ের গল্প বলিউডপ্রেমীরা বহুবার শুনেছেন, কিন্তু এই জুটিকে ঘিরে এখনও এমন কিছু অজানা ঘটনা রয়েছে, যা শুনলে চমকে উঠতেই হয়।
advertisement
2/6
সম্প্রতি মেয়ের নতুন ছবি আম্মা মিয়া-র প্রচারের জন্য এক টিভি শোয়ে হাজির হয়েছিলেন হেমা। সেখানেই উঠে আসে তাঁদের ব্যক্তিগত জীবনের এক বিশেষ অধ্যায়।
advertisement
3/6
শোয়ে হেমা মালিনি জানান, এষা ও আহানার জন্মের সময় পুরো একটি হাসপাতালই ধর্মেন্দ্র তাঁর স্ত্রীর নামে বুক করে রেখেছিলেন। ভক্তদের ভিড় বা অনাকাঙ্ক্ষিত ঝামেলা যাতে সন্তান জন্মের মুহূর্তে হেমার পথে না আসে, তার জন্যই নাকি এমন নজিরবিহীন ব্যবস্থা করেছিলেন ধরমজি। বলিউডের ড্রিমগার্ল নিজেও এই যত্ন দেখে বিস্মিত হয়েছিলেন।
advertisement
4/6
হেমা আরও বলেন, মেয়েদের জন্মের পরও কখনও তাঁকে রান্নাঘরে পা রাখতে হয়নি।
advertisement
5/6
অভিনয় আর নৃত্য—এই দুই নিয়েই তখন তাঁর পুরো মনোযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে যখন এষা ও আহানা বড় হতে থাকে, তখন পরিস্থিতি বদলায়।
advertisement
6/6
তাঁরা নিজেদের মায়ের হাতের রান্নাই খেতে চাইতে শুরু করেন। আর সেই চাওয়ার টানেই বহু বছর পর আবার রান্নাঘরে ফিরতে হয় হেমা মালিনিকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ধর্মেন্দ্রর ড্রিমগার্ল, চোখের তারা স্ত্রী হেমা, প্রেম, সাপোর্ট সিস্টেম, তুমুল বোঝাপড়া, ভালবাসার হিম্যান ধর্মেন্দ্রর প্রেমের সম্পূর্ণ ইতিবৃত্ত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল