Urfi Javed in Bold Avatar| Bollywood|| প্রায় উন্মুক্ত শরীর! পোশাকের আজব বাহার! উরফির সাহসী স্নানের দৃশ্য তুমুল ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Urfi Javed Trolled For Sharing extreme Bold Pics: বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উরফি। বিগবস ওটিটিতে অংশ নেওয়ার পর থেকেই উরফির জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী।
advertisement
1/9

*উরফি জাভেদ। বর্তমানে বলিউডে বিতর্কের অন্যতম নাম। পোশাক, চলাফেরা, শরীরী হিল্লোল...বারে বারে উরফিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসছে। আর তা যে তিনি খুব ভালভাবেই উপভোগ করছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই বিতর্ক, ট্রোলিং পিছু ছাড়ছে না বোঝার পরেও চরম সাহসী পোশাকে ফের প্রকাশ্যে এলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/9
*বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উরফি। বিগবস ওটিটিতে অংশ নেওয়ার পর থেকেই উরফির জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/9
*উরফি তাঁর নানা কাণ্ড, বলা ভাল তাঁর সাহসী, খোলামেলা পোশাকের জন্য মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/9
*ফ্যাশন জগতের নতুন মুখ উরফি জাভেদ (Urfi Javed) নিজের বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত। উরফি জাভেদ কখনও বিকিনি, কখনও সুইমস্যুট, আবার কখনও শাড়িতে তুলে ধরেন তাঁর বোল্ডনেস। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/9
*এ বারে তাঁকে দেখা গিয়েছে একটি সুইমস্যুটে। নীল-কালো জ্যামিতিক জিজাইনের সাহসী স্নান পোশাকের তিনি নিজেই আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তারপরেই ফের ট্রোলিংয়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/9
*বারে বারে বিতর্কে জড়াচ্ছেন, তারপরেও কোনও ভ্রূক্ষেপ নেই বিগবসের এই প্রতিযোগীর। কারণ, তিনি যা করতে ভালবাসেন, তা থেকে তাঁকে কেউ বিরত করতে পারবে না, মনোভাব এমনটাই। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/9
*তবে উরফি জাভেদ কখনওই তাঁকে যারা ট্রল করেন, তাঁদের বিশেষ পাত্তা দেন না। তাঁর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের সংখ্যাই বেশি। এ বারে তো তাঁকে 'পর্নোগ্রাফি কেন করেন না', প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/9
*তাঁর ছবির কমেন্টবক্সে একজন লিখেছেন, "Pron (porn) video kiyu nhi banati ho paise bahut milege," অপর একজন লিখেছেন, "iski dress smjh nhi aati kbhi mujhe."তবে আবার অনেকেই 'হট অ্যান্ড সেক্সি' বলেও তারিফ করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
9/9
*তবে, এটাই প্রথমবার নয়। আগেও উরফি জাভেদ ট্রোলড হয়েছেন। কিন্তু উরফি জাভেদ ভালো করেই জানেন যে এই সব ট্রোলের জবাব কী ভাবে দিতে হয়। উরফি জাভেদ তার তোয়াক্কা না করে, নিয়মিত ভাবে তাঁর ছবি এবং ভিডিও পোস্ট করে চলেছেন। ছবি: ইনস্টাগ্রাম।