Viral Urfi Javed|| 'ছেঁড়া বেলুন' গিঁট দেওয়া পোশাকে রেস্তোরাঁয় পোজ! ফের নেটিজেনদের রোষে উরফি জাভেদ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Urfi Javed again flaunts 'Torn balloon dress': উরফি জাভেদ তাঁর স্টাইলিশ এবং গ্ল্যামারাস লুকের জন্য বর্তমানে প্রায়ই খবরে থাকেন। তাঁর ফ্যাশন সেন্স একেবারে আলাদা। কখনও তিনি তার জন্য প্রশংসিতও হন, আবার কখনও ট্রোলড হন।
advertisement
1/8

*উরফি জাভেদ তাঁর স্টাইলিশ এবং গ্ল্যামারাস লুকের জন্য বর্তমানে প্রায়ই খবরে থাকেন। তাঁর ফ্যাশন সেন্স একেবারে আলাদা। কখনও তিনি তার জন্য প্রশংসিতও হন, আবার কখনও ট্রোলড হন। কিন্তু তিনি ট্রোলকে পাত্তা দিতে একেবারেই নারাজ। এ বার ফের তাঁর নতুন কিছু ছবি সামনে এসেছে। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
2/8
*সম্প্রতি একটি রেস্তোরাঁর বাইরে দেখা গিয়েছে উরফি জাভেদকে। সেই সময়ে, তিনি পাপারাৎজিদের ছবির জন্য পোজ দেন। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
3/8
*উরফি জাভেদ তার বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন। তিনি তার ইনস্টা স্টোরিতে অনেক সেলফিও শেয়ার করেছেন। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
4/8
*ছবিগুলিতে, উরফি জাভেদকে একটি গোলাপী রঙা আদ্ভুত পোশাকে দেখা গিয়েছে। তিনি নিজেই নাকি এই পোশাক ডিজাইন করেছেন। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
5/8
*উরফি জাভেদের ড্রেস দেখে মনে হচ্ছে সেটা বেলুনের ছেঁড়া টুকরো। খুব স্টাইলিশ সেই বেলুন নিজের শরীরে জড়িয়ে নিয়েছেন তিনি! (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
6/8
*উরফি জাভেদের এই পোশাকে একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
7/8
*উরফি জাভেদের এই লুক দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন, "এই ছেঁড়া বেলুনের পোশাক পরা মেয়েটি কে।" আরেক জন আবার লিখেছেন, "হাদ হ্যায় ইয়ার কেয়া হ্যায় ইয়ে।" (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
8/8
*আরেক ব্যবহারকারী লিখেছেন, "এই পোশাকের ডিজাইনার কে? তাকে ধরতে হবে।" এক নেটাগরিক আবার মজার ছলে লিখেছেন, "এতগুলো কাটা জায়গা, কীভাবে উরফি জানলেন হাত কোথায় যাবে, পা কোথায় যাবে।" (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)