Uorfi Javed: লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Uorfi Javed: লাল টকটকে শিং ব্রালেট পরে ফের শিরোনামে উঠে এসেছেন নায়িকা৷ মাথায় বিনুনি কালো জিন্স পরে ভিডিও পোস্ট করতে গিয়েই চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ৷
advertisement
1/5

ব্রালেটের বদলে জ্বলজ্বল করছে দুটা লাল সিং৷ এ আবার কেমন রূপ৷ উরফিকে দেখেই রাতের ঘুম উড়েছে ভক্তদের৷
advertisement
2/5
বক্ষযুগলের মধ্যে লাল টকটকে শিং লাগিয়ে ছবি পোস্ট করেছেন উরফি জাভেদ৷ যা দেখা মাত্রই রাতের ঘুম উড়েছে ভক্তদের৷ একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷
advertisement
3/5
লাল টকটকে শিং ব্রালেট পরে ফের শিরোনামে উঠে এসেছেন নায়িকা৷ মাথায় বিনুনি কালো জিন্স পরে ভিডিও পোস্ট করতে গিয়েই চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ৷
advertisement
4/5
বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ উরফি জাভেদকে নিয়ে আলোচনা দিনদিন বেড়েই চলেছে৷ শরীর নিয়ে এতটা সাহসীকতার পরিচয় তিনি ছাড়া আর কেউ দেন কিনা তা জানা নেই অনেকেরই৷
advertisement
5/5
প্রতিদিনই নতুন নতুন পোশাকের আইডিয়া নিয়ে হাজির হন উরফি জাভেদ ৷ অন্য অবতারে ভক্তদের চমকে দিলেন ফ্যাশন কুইন৷ ফ্যাশনিস্তার নতুন লুক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷