Uorfi Javed: এ আবার কী! সারা গায়ে জড়ানো শুধু চিপসের প্যাকেট, চিপস খেতে খেতেই হেঁটে চলে গেলেন উরফি...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷
advertisement
1/8

প্রতিদিনই নতুন নতুন পোশাকের আইডিয়া নিয়ে হাজির হন উরফি জাভেদ৷
advertisement
2/8
ফ্যাশনিস্তা উরফি জাভেদকে নিয়ে চর্চা ক্রমশ বেড়েই চলেছে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷
advertisement
3/8
নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন ফ্যাশনিস্তা । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে।
advertisement
4/8
পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷
advertisement
5/8
কখনও অতি সূক্ষ বিকিনি, কখনও গায়ে বস্ত্র হিসাবে দেখা দিয়েছে শুধুই ফুলের পাপড়ি কিংবা জরি। কখনও পরেছেন ক্রিকেট নেট, কখনও কাগজ, কখনও প্লাস্টিক।
advertisement
6/8
তাঁর পোশাক দেখে ভক্তেরা চোখ ঢাকলেও উরফির তাতে কিছু যায় আসেনি কখনও।
advertisement
7/8
আজ রইল এমনই সাত ছবি যা দেখে ঘাম ছুটবে আপনারও।
advertisement
8/8
তবে এবার উরফি যা করলেন তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারবে না কেউ। এবার সারা গায়ে চিপসের প্য়াকেট জড়িয়ে হেঁটে চলে বেড়ালেন তিনি। মাঝেমাঝে টুকটাক মুখেও পুড়ে দিলেন চিপস। এমন ছবি থেকে হেসে খুন নেটপাড়া। তবে উরফি অবশ্য় নির্বিকার