TV Serial Actress Gossip: ‘আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছি’- শুনে হতভম্ব হয়েছিলেন, প্রেমে ২ বার এভাবে ধোঁকা...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
TV Serial Actress Gossip: লাভার দিচ্ছিল ধোঁকা, তারপরে হাতেনাতে ধরা পড়া গেল প্রেমিকারই কাছে...
advertisement
1/8

নয়াদিল্লি: অভিনয় জগত বা গ্ল্যামার ওয়ার্ল্ডে যেমন রঙিন আলো রয়েছে, তেমনিই রয়েছে অনেক কালো ছায়া৷ সম্পর্ক গড়া এবং ভাঙা নতুন কিছু নয়। অভিনয় জগতে অনেক সম্পর্ক তৈরি হয় যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিছু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। কিন্তু প্রচুর অভিনেতা তাঁদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা গোপন করেন এবং অনেকেই রয়েছেন যাঁর এই নিয়ে খোলাখুলি কথা বলেন৷ এবার সামনে এল এক টিভি অভিনেত্রীর ব্যক্তিগত লভ লাইফের কেচ্ছা সামনে এল৷ Photo Courtesy- Instagram
advertisement
2/8
সম্প্রতি টিভির জনপ্রিয় মুখ পলক প্রেমে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন। সে বলেছে কীভাবে সম্পর্কে থাকাকালীন তিনি দু -দুবার বিট্রে হয়েছিলেন৷ যদিও এখন তিনি এক নতুন সম্পর্কে জড়িয়েছেন৷ Photo Courtesy- Instagram
advertisement
3/8
পলক পুরস্বানি বিগ বস ওটিটি ২-তেও উপস্থিত হয়েছেন। একসময় পলক ছিলেন টিভি অভিনেতা অবিনাশ সচদেব যাকে ছোটি বহুতে দেখা গিয়েছিল। তাঁর সেখান থেকেই ডেটিং করছিলেন। তাঁদের দুজনেরই বাগদানও হয়ে গিয়েছিল। Photo Courtesy- Instagram
advertisement
4/8
উভয় পরিবারের মধ্যে খুব ভাল বন্ধন ছিল, অভিনেত্রী তাঁর বাগদত্তার বাড়িতেও যাতায়াত শুরু করেছিলেন। এই সময়ে, পলক পুরস্বানি অবিনাশ সচদেব সম্পর্কে একটি চমকপ্রদ গোপন কথা জানতে পারেন। Photo Courtesy- Instagram
advertisement
5/8
পারিবারিক ডিনারের সময় প্রথমবারের মতো সন্দেহ জাগেসিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে, পলক তাঁর জীবনের অনেক গোপন কথা সামনে এনেছিলেন৷ তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘একদিন আমি এবং আমার পরিবার অবিনাশ সচদেবের বাবা-মায়ের সঙ্গে ডিনার করতে গিয়েছিলাম। যখন খাবার খাচ্ছিলাম সেই সময়ে সে ভ্যানিশ হয়ে যায়। সেই সময়, প্রথমবারের মতো, আমার মনে হয়েছিল কিছু একটা ভুল হচ্ছে।’’ Photo Courtesy- Instagram
advertisement
6/8
তিনি আরও বলেন, আমি এমনকি তাঁর মাকে ফোন করে পরের দিন জিজ্ঞাসা করেছিলাম এবং তারপর জানতে পারি যে সে তাঁর বন্ধুর সঙ্গে রয়েছে যে জয়পুর থেকে এসেছিল। আগের দিন থেকে সে বাড়ি ফেরেনি। Photo Courtesy- Instagram
advertisement
7/8
আমি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি...পলক পুরস্বানি আরও বলেন, ‘‘আমি তখনই অবিনাশের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর ফোন চেক করি। তাঁর মুখের দিকে তাকালেই বোঝা যেত যে সে মিথ্যা বলছিল। ফোনে একটা মেয়ের নম্বরও পেয়েছিলাম। আমি অপ্রয়োজনে তাঁর নাম নিতে চাই না। কিন্তু চ্যাটটি পড়ার পর আমি তাঁর সঙ্গেও কথা বলেছিলাম৷’’ Photo Courtesy- Instagram
advertisement
8/8
অবিনাশ তাঁকে মেসেজ করেছিল যে সে তাঁর সঙ্গে দেখা করার জন্য বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে। যা আশঙ্কা করা হয়েছিল, তাই ঘটেছে। মেসেজে লেখা ছিল, '‘আমি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি।'’ পলক পুরস্বানি বলেন, আমি ওই মেয়েটিকে ফোন করে বলেছিলাম যে অবিনাশ আমাকে সবকিছু বলেছে, তাই সে বলেছিল যে যা কিছু ঘটেছে তাতে তারা দুজন আবেগ ঘনভাবে জড়িত নয়। এর আগেও সে একবার আমাকে প্রতারণা করেছিল। কিন্তু দ্বিতীয়বার, বিশেষ করে ওয়াশরুমের বাইরের মেসেজটি পড়ার পর, আমি হতবাক হয়ে গেলাম। Photo Courtesy- Instagram