Nisha Noor Lifestory: মাত্র ৪৪-এ অকালমৃত্যু, আক্রান্ত AIDS-এ, অবাধ যৌনতায় নির্মম পরিণতি কমল হাসানের 'সাহসী' নায়িকার!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Nisha Noor Lifestory: দেহব্যবসাতে জড়িয়ে এইডস রোগে আক্রান্ত হন নিশা ৷ তারপর থেকেই রোগের সঙ্গে চলতে থাকে দীর্ঘ লড়াই৷ ২০০৭ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন কমল হাসানের ছবির নায়িকা৷
advertisement
1/5

একসময়কার ফিল্ম ইন্ডাস্ট্রির পর্দা কাঁপানো তারকারা অনেকেই হারিয়ে গেছে৷ লাইট-ক্যামেরা-অ্যাকশনের বদলে তাঁদের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার৷ তেমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন নিশা নূর৷
advertisement
2/5
তামিল, তেলেগু, কন্নড় ছবিতে একসময়ে চুটিয়ে কাজ করেছেন নিশা৷ আশির দশকে সাহসী চরিত্রে অভিনয় করে লাইমলাইটে উঠে এসেছিলেন নায়িকা৷ তাঁর সৌন্দর্যে বুঁদ ছিল ভক্তরা৷ অভিনেত্রীর কেরিয়ার গ্রাফও ছিল উর্ধ্বমুখী৷
advertisement
3/5
একসময় রজনীকান্ত, কমল হাসানের সঙ্গে কাজ করার পর পরবর্তীতে মুহূর্তে পাল্টে যায় পরিস্থিতি৷ কাজের জন্যই হন্যে হয়ে ঘুরতে হয় তাকে৷ কিন্তু দক্ষিণের এই সুন্দরী অভিনয়ে আর সুযোগ পায় না, শেষমেশ একপ্রকার চরমে অভাবে দেহব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ে৷
advertisement
4/5
সূত্রের খবর, এক প্রযোজক নিশাকে জোর করে দেহব্যবসার পথে নামায়৷ তারপর থেকে নিশার জীবন পুরোটাই বদলে যায়৷ কেউই আর কাজ করতে চান নি অভিনেত্রীর সঙ্গে৷ দেহব্যবসাতে জড়িয়ে এইডস রোগে আক্রান্ত হন৷ তারপর থেকেই রোগের সঙ্গে চলতে থাকে দীর্ঘ লড়াই৷
advertisement
5/5
একদিকে শরীরে মারণ রোগ, অন্যদিকে অর্থকষ্ট চরমে পৌঁছায়৷ একটা সময় ধীরে ধীরে স্মৃতিও হারিয়ে ফেলেন৷ জানা যায়, তিনি যে মারণ রোগে আক্রান্ত হয়েছিল তা নাকি নিজেও জানতেন না৷ দীর্ঘদিন ধরে কঠিন রোগের সঙ্গে লড়াই করে কঙ্কালসার হয়ে গেছিলেন নায়িকা৷ ২০০৭ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন কমল হাসানের ছবির নায়িকা৷