পুরীর মন্দিরে পুজো দিয়েই সমুদ্রে ছুটলেন রাজ-শুভশ্রী, রোম্যান্সে ভরপুর রাজশ্রীর ছবি মুহূর্তে ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পুজো দিতে সোমবার সকালেই সবান্ধবে পুরী উড়ে গিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
1/8

*পুজো দিতে সোমবার সকালেই সবান্ধবে পুরী উড়ে গিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে সঙ্গে ইউভান নেই। সম্ভবত ঠাকুমা এবং দিদিদের সঙ্গেই কলকাতায় রয়েছে সে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*মঙ্গলবার জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার পরে সমুদ্রে পা ডোবালেন সকলে মিলে। শুভশ্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন তাঁদের সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে রোম্যান্সের ছবি। যা রীতিমতও ভাইরাল। পাশাপাশি, রাজও এ দিন একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রার্থী তালিকা ঘোষণার দিন কয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়েছে। ব্যারাকপুরের অলিতে-গলিতে ঘুরছেন রাজ। এলাকার মানুষের সুবিধা-অসুবিধা, দাবি জানার চেষ্টা করছেন এলাকাবাসীর সঙ্গে কথা বলে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*বর্তমানে আরবানা-তে থাকলেও রাজের আদি বাড়ি হালিশহরে। দিন কয়েক আগে সেই বাড়িতেই ছোট্ট ইউভানের অন্নপ্রাশন হয়েছে মহাসাড়ম্বরে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*প্রচারের টাইট শিডিউলের মধ্যেই রাজ-শুভশ্রী উড়ে গেলেন পুরী। সঙ্গে দু-জনের ঘনিষ্ঠ বন্ধুরা। সেলিব্রিটি এই দম্পতির সঙ্গে যাঁদের পার্টি থেকে গেট-টুগেদারে একসঙ্গে দেখা যায়, তাঁদের সকলকেই দেখা গিয়েছে এয়ারপোর্টে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*সোমবার সকালে তাঁদের পুরী যাওয়ার ছবি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টেটাসে রয়েছে তাঁদের একাধিক মুহূর্তের ছবি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*ওয়াকিবহাল মহলের দাবি, প্রার্থী রাজ নির্বাচনে জয় নিশ্চিত করতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন পুরী মন্দিরে। তবে সঙ্গে ইউভানকে দেখা যায়নি। ছবিঃ ইনস্টাগ্রাম।