Oindrila Sen: পরনে প্রজাপতি আকৃতির নীল লেসের অন্তর্বাস, মালদ্বীপে 'হট' অবতারে টলি নায়িকা ঐন্দ্রিলা যেন আগুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বুধবার ঐন্দ্রিলা যে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাতে মালদ্বীপের জলের উষ্ণতা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে।
advertisement
1/8

*অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজ্রা জানিয়েছিলেন, এ বারে তিনিও বিয়েটা সেরে ফেলবেন। কারও জানতে বাকি নেই পাত্রী অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*অঙ্কুশ এবং ঐন্দ্রিলা প্রথম থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা। কোনওদিনই তাঁদের ভালবাসার কথা লুকিয়ে রাখেনই তাঁরা। এ ভাবেই কেটে গিয়েছে দশ বছর। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*টি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে ছলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন টলিউডের এই জনপ্রিয় জুটি। এমনকি নিজেদের জন্য একটি ফ্ল্যাট, গাড়িও কিনে ফেলেছেন তাঁরা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*অঙ্কুশ-ঐন্দ্রিলা ঘুরতেও ভালবাসে। করোনা অতিমারীর জন্য ২০২৩০ সালে কোথাও ঘুরতে যেতে পারেনি দু'জনে। তাই করোনার প্রকোপ কমতেই পাড়ি দিয়েছিলেন পাহাড়ে। হিমাচলের বরফে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছিল তাঁদের। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*এখন ভোটের মরসুমে টলিউডে যখন একের পর এক তারকা রাজনীতিতে যোগ দিচ্ছেন শাসক কিংবা বিরোধী শিবিরে, ঠিক সেইও সময় দু'জনে নিজেদের মতো সময় কাটাতে উড়ে গিয়েছেন মালদ্বীপে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*দিন-দুয়েক আগেই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা মালদ্বীপে পৌঁছেছেন। মালদ্বীপ মানেই জল আর জল। তাই তাঁদের ওয়াটার ভিলা থেকে তোলা একাধিক ছবি এবং ভিডিও দু'জনেই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*তবে বুধবার ঐন্দ্রিলা যে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাতে মালদ্বীপের জলের উষ্ণতা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে। সাহসী সেই ছবিতে প্রজাপতি আকৃতির একটি লেসের অন্তর্বাসের অপরে একটি সাআদা শ্রাগ পরেছেন ঐন্দ্রিলা। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় হট কেক। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*ছবি পোস্ট করে এ দিন অভিনেত্রী লেখেন, "We travel not to escape life,but so that life doesn't escape us.."মাত্র চার ঘণ্টায় ২৭ হাজার মানুষ দেখেছেন ঐন্দ্রিলাকে হট অবতারে। ছবিঃ ইনস্টাগ্রাম।